Home / মিডিয়া নিউজ / সুপারস্টার শাকিব খানের টানে বাংলাদেশ ’ আসছেন ‘কোয়েল মল্লিক’

সুপারস্টার শাকিব খানের টানে বাংলাদেশ ’ আসছেন ‘কোয়েল মল্লিক’

এপার বাংলার সুপারস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে ছবি করতে যাচ্ছেন ওপার বাংলার

জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক। কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও

বাংলাদেশের জনপ্রিয় কোনো একটি প্রযোজনা প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ করবে ছবিটি। ছবির নাম

‘বিদ্রোহী’।২০১৭ সালের ফেব্রুয়ারিতে এমন খবর চাউর হয়েছিলো। মতামত জানতে কোয়েল মল্লিকের

সঙ্গে যোগাযোগ করলে তিনি একটি গণমাধ্যমের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বাংলাদেশি সিনেমায় অভিনয় করার ব্যাপারে। শাকিব খানের বিপরীতে কাজ করার জন্যও মুখিয়ে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই সিনেমা আর হয়নি, কোয়েলকেও হলে গিয়ে দেখার সুযোগ পাননি তার বাংলাদেশি ভক্তরা।

এরইমধ্যে নতুন করে পুরনো সুখবরটি হাজির হলো নির্মাণ হতে যাওয়া ‘ক্রাইসিস’ সিনেমার হাত দিয়ে। মোহাম্মদ শাহাজাদা ইসলাম পরিচালিত এই ছবিতে অভিনয় করবেন কোয়েল। ছবির গল্প ও চরিত্র পছন্দ করেছেন অভিনেত্রী।

অপেক্ষা কেবল শুটিং শুরুর। এমনটাই নিশ্চিত করলেন নির্মাতা। শাহাজাদা বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন কলকাতার ছবির জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক। মানুষের যাপিত জীবনের নানা সঙ্কটের গল্প উঠে আসবে এই ছবিতে। এখানে পাঁচটি চরিত্র সঙ্কটের আবর্তে ঘুরপাক খাওয়ার মানুষের প্রতিনিধিত্ব করবে।’

দেশে এত অভিনেত্রী থাকতে বিদেশি নায়িকা কেন নিচ্ছেন ক্যারিয়ারের প্রথম ছবিতে? এমন প্রশ্নের জবাবে পরিচালক শাহাজাদার কণ্ঠে নামলো অভিমান। তিনি বলেন, ‘দেশের ইন্ডাস্ট্রি ও এখানকার মানুষদের প্রতি আমি সবসময়ই শ্রদ্ধাশীল। তবে এখানকার আবহাওয়া একজন নতুন পরিচালকের জন্য যথেষ্ট প্রতিকূল। আমি দুই একজন পছন্দের অভিনেত্রীর সঙ্গে কথা বলেছি ছবিটি নিয়ে। তারা আগ্রহ দেখাননি।

পেশাদারীত্বেরও অভাব দেখেছি। বাধ্য হয়েই কলকাতার অভিনেত্রী নিতে হচ্ছে। শুধু তাই নয়, ছবির সংগীত পরিচালনার জন্যও চেষ্টা করেছিলাম। কিন্তু নিজ দেশের জনপ্রিয়দের কাছ থেকে আশানুরুপ সাড়া পাইনি। তাই কলকাতার জিৎ গাঙ্গুলীকে দিয়ে গানগুলো তৈরি করবো।’

তবে কার নায়িকা হয়ে বাংলাদেশি ছবিতে অভিষেক ঘটছে কোয়েলের সেটি এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে পরিচালক বলেন, ‘জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর সাথে কথা বলেছি। ‘ক্রাইসিস’ ছবির মূল পুরুষ চরিত্রের সঙ্গে এই দুজন অভিনেতাকেই প্রয়োজন।

দুজনের মধ্যে যাকে সময় ও সুযোগ অনুযায়ী পাওয়া যাবে তাকে নিয়েই আমি যাত্রা শুরু করবো। তার বিপরীতেই দর্শক কোয়েল মল্লিককে দেখতে পারবেন। খুব শিগগিরেই অভিনেতার বিষয়টি চূড়ান্ত হবে।’

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.