





সেদিনের ছোট্ট ঝিলি’ক আজ অ’নেক বড় হ’য়েছে, শৈশব পেরিয়ে সে এখন কিশোরী জীবনে উ’পনীত।






কিন্তু তবুও যেন তার সেই ছোটো”বেলার স্মৃতিই এখনও গেঁথে রয়ে’ছে দ’র্শক’দের মনের গভী’রে।






তাই জন্যই ঝিলি’ক ওর’ফে তিথির নতুন অব’তার মে’নে নিতে পার’ছেন না অনেকেই।






কিছু’দিন আগে তিথি সো’শ্যাল মি’ডিয়াতে এক’টি শর্ট স্কার্ট, স্লি’ভলে’স টপ ও পায়ে গো’লা’পি






রঙের স্নিকা”র্স পরে ছবি পোস্ট করে’ন। এই ছবি শেয়া’র করার পরেই সোশ্যাল মিডি’য়াতে ট্রো’ল






হতে শুরু করে’ন তিথি। অনে’কে তার এই ছিবি দেখে তাকে ট্রান্স’জেন্ডা’র বলে দেগে’ছেন।






আবার অনে’কে তাকে ফে’মিনিন হাইজি’ন-এর পরামর্শ দিয়েছেন। তাকে আবার অনেকে বলে’ছেন নি’জের ‘আ’ন্ডার’আর্ম’ পরিষ্কার করে তার’পরেই স্লিভ’লে’স টপ পরতে। দ’র্শক’দের মতে, তাদের সেই ছো’ট্ট ঝিলি’ক কোথায় যেন হা’রিয়ে গেছে।
ঝিলিক
স্টার জ’লসার ‘মা’ ধারাবা’হিকের মধ্যে দিয়ে তিথি অভিনয় জীবনে পা রাখেন। ঝিলিকের চরি’ত্রে তার অভি’নয় সক’লের মন কেড়েছিল। এই চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভি”নেত্রীর পুর’স্কারও পান তিথি।
এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর নিজের পড়া’শোনায় মন দেন তিনি। কিন্তু পড়া’নার সঙ্গে সঙ্গে বাংলা”দেশের কিছু কমার্শিয়াল ও ‘হৈমন্তী’ নামের একটি টেলি’ফিল্মে অভি’নয় করেন তিথি। এখন আ’বার নতুন রূপে পর্দায় ফির’তে চা’ইছেন তিনি। এই জ’ন্যই বেশ কিছু ফ’টো’শুট করি’য়েছেন।
কিন্তু নেট দুনিয়া দেখে যা মনে হচ্ছে তি’থি এখনও দর্শ’কের মধ্যে এই ছোটো ঝিলিক হয়েই থেকে গেছে। কিন্তু তার কিশোরী জীবনের চেহারায় যে অনে’কটা পরি’বর্তন এসেছে তা তারা মা’নতে নারাজ। তাই এভাবে সো’শ্যাল মিডি’য়াতে বিতর্কের মুখে প’ড়তে হচ্ছে তিথিকে। কিন্তু এর জেরে তার অভি’নয় জী’বনকেও প্রশ্নের মুখে প’ড়তে হবে কী না, তা নেট জনতাই ঠিক করবেন।
Post navigation