





এই সময় শ’রীরের পাশাপাশি মনটাকেও ভাল রাখা খুব দরকার। আর সেই জন্য সেলেবরা নানা রকম কিছু করে সোশ্যাল






মিডিয়ায় পো’স্ট ক’রছেন। এই ভিডিও গুলোতে তাঁরা শু’ধু নিজেদের এন্টা’রটেইন ক’রছেন এমন নয়! ভাল রাখছেন ফ্যানদের মনও। সেই স’ঙ্গে জ ‘ড়ে থাকছেন ই’ন্ডাস্ট্রির স’ঙ্গে ও।
শিল্পা শেঠি প্রায় নিয়মিত মজার মজার ভিডিও বানিয়ে আপলোড করেন। রাতারাতি তাঁর টিকটক অ্যা’কাউন্টেও বে’ড়েছে ফ’লোয়ারের সংখ্যা। স’ম্প্রতি তিনি তাঁর স্বামীর স’ঙ্গে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার ক’রেছেন।
ভিডিওতে ঘর গো’ছাচ্ছেন তিনি। স্বামী চুমু খেতে এলে বলছেন, কাজে’র সময় এই সব করো না। তখন তাঁর কাজে’র লোক এটা শুনে বলছে, ‘ঠিক বলেছেন ম্যাডাম। এটা আমি স্যরকে বুঝিয়ে পারি না।’
এই মজার ভিডিওতে কাজে’র লোকটিও সে’জেছেন শিল্পা নিজে। শেয়ার করে শিল্পা লে’খেন, ‘নজর হাটি, দু’র্ঘ’টনা ঘ’টি। সা’চ্চাই পাতা চলনে পর, পিট গেয়ে হামা’রে পতি।’ ভিডিও টিকটকে শে’য়ার হতেই কয়েক লক্ষ ভিউ পেয়েছে। সূত্র-হিন্দুস্থান টাইমস।