





সারা আলি খান বি-টাউনের এখন নতুন আলোচনার বিষয়। সিনেমা ও কিংবা স্টাইল সেন্স, আজকাল






সবক্ষেত্রেই আলোচনায় উঠে আসছেন সাইফ-অমৃতা কন্যা সারা। সারা জিমেই যান কিংবা কফি উইথ






করণের মতো শেয়ে সবকিছুই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।তবে সারার পছন্দ সৎ মা কারিনার স্টাইল।






শুধু স্টাইল কেন, করিনা যেভাবে সংসার, কেরিয়ার, আর সন্তান সামলান তাতে অভিভূত সাইফ কন্যা।






পাশাপাশি করিনা স্টাইল সেন্সও ভীষণ পছন্দের। এদিকে ছোট থেকে ‘পু’কে (কভি খুশি কভি গম-এ






করিনার চরিত্র) দেখে বড় হয়েছেন, তাই তাঁর মতোই হতে চেয়েছেন বলেও জানান সারা। সম্প্রতি, ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশেষ একটি বিষয় খোলসা করেছেন সারা। যা শুনলে আপনিও হয়ত চমকে যাবেন।সারাকে কারিনার ওয়ারড্রব থেকে কী চুরি করে নিতে চান প্রশ্ন করা হলে? উত্তরে সারা কী বলেছেন জানেন?তিনি বলেন, সুযোগ পেলে কারিনার ওয়ারড্রব থেকে সব কিছুই চুরি করে নিতে চাই। কারিনা যেসমস্ত জুতো পরেন, তাঁর ওই সব জুতোই চাই বলে মন্তব্য করেন সারা।
সারার কথায়, করিনা যে ধরনের দামি ডিজাইনার পোশাক পরেন, সেসবই তাঁর পছন্দ। তবে সারার কথায় তিনি নিজের টাকা নিউ ইয়র্কে ভ্রমণের জন্য খরচ করতে চাইলেও। বেশি দামি জিনিস তিনি কেনেন না। অল্প দামি পোশাক, জুতোই তিনি কেনেন।সারা অভিযোগ, সৎ মা কারিনা যেসব দামি পোশাক কেনেন, সেগুলি সবেই ভাড়ি করা।
Post navigation