Home / মিডিয়া নিউজ / ‘ম্যাডাম ফুলি’ খ্যাত শিমলা এ পর্যন্ত যতগুলো বিয়ে করেছেন

‘ম্যাডাম ফুলি’ খ্যাত শিমলা এ পর্যন্ত যতগুলো বিয়ে করেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী শিমলা। ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে

চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে বিয়ে করে সংসারি হওয়ার খবর পাওয়া

যায়নি। তবে গত বছর একটি অনাকাঙ্ক্ষিত ঘ’টনার মধ্য দিয়ে তার বিয়ের খবর প্রকাশ্যে আসে।

পরবর্তীতে একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিমলা। এ সময় উপস্থাপক তার ব্যক্তিগত

জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। সঞ্চালক জানতে চান—আপনি কয়টা বিয়ে করেছেন? জবাবে শিমলা বলেন, ‘মো’টামুটি ৩০-৩৫টি!’

পর মুহূর্তে সঞ্চালক বলেন, আপনি দুষ্টুমি করে বলছেন। কিন্তু ভবি’ষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন? উত্তরে শিমলা বলেন, ‘হান্ড্রেড, সেঞ্চু’রি করতে চাই। যুবরাজ সিং ক্রিকেট খেলে সেঞ্চু’রি করেছেন। আমি বিয়ে করে সেঞ্চু’রি করব।’

২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এক পরিচালকের জ’ন্ম’দিনে পলা’শ আহমেদের স’ঙ্গে পরিচয় হয় শিমলার। ২০১৮ সালের ৩ মার্চ পলা’শ আহমেদের স’ঙ্গে বিবাহবন্ধ’নে আবদ্ধ হন শিমলা। একই বছরের ৬ নভেম্বর পলা’শকে ডিভোর্স দেন এই অভিনেত্রী। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ ছি’নতাই চেষ্টার ঘ’টনায় নি’হত হন চিত্রনায়িকা শিমলার এই প্রাক্তন স্বা’মী।

গত বছরের শুরুর দিকে দেশ ছেড়ে ভারতে থিতু হওয়ার চেষ্টা করেন শিমলা। শুরুর দিকে কয়েকমাস কলকাতায় কাটিয়ে বর্তমানে মুম্বাইয়ের একটি ভাড়া ফ্ল্যাটে বাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে আসেন। সেখানে অভিনেতা গোবিন্দর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.