Home / মিডিয়া নিউজ / ১৬ দিনে শেষ হলো ‘জলে জ্বলে তারা’ সিনেমার শুটিং!

১৬ দিনে শেষ হলো ‘জলে জ্বলে তারা’ সিনেমার শুটিং!

গেল ১১ অক্টোবরে ঢাকার অদূরে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে শুরু হয়েছিলো সরকারী

অনুদানের সিনেমা ‘জলে জ্বলে তারা’র শুটিং। কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর ‘কেরায়া’ গল্পের

অনুপ্রেরণায় এবং ইফফাত আরেফিন তন্বীর গল্পে অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে

অভিনয় করেছেন এফ এস নাঈম ও রাফিয়াত রশীদ মিথিলা। ছবিটির এই কেন্দ্রীয় দুই চরিত্র ছবির শুটিংয়ে অংশ নেন ১৫ অক্টোবর থেকে।

গেল ২৫ অক্টোবর ছবির শুটিং শেষ হয়েছে বলে জানালেন মিথিলা। তিনি জানান, ছবির জন্য আমার ১০ দিনের শিডিউল ছিলো, আমার অংশের কাজ শেষ এবং গত ২৫ তারিখেই আমরা ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছি।

মিথিলা বাংলাদেশ জার্নালকে বলেন, ‘গল্প কিংবা চরিত্রটি নিয়ে এখনই অনেক বেশি কিছু বলবো না। তাহলে দেখা যাবে যে সাসপেন্সটাই থাকবে না। ‘জলে জ্বলে তারা’ হচ্ছে একটি নদী ও নারীর গল্প। গল্পের নারীর নাম তারা, আমি সেই ‘তারা’র চরিত্রটি করেছি। এই সমাজে একটা শিশু থেকে নারী হয়ে উঠার মধ্যে যে কিরকম যাঁতাকলে পড়ে; ঠিক সেরকমই একটা গল্প। বলা যায়, নারীর নিষ্পেষিত হওয়ার গল্প। কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর ‘কেরায়া’ গল্প থেকে ছবিটির কিছু অংশ অনুপ্রাণিত, তবে পুরোটা নয়। এই গল্পটা একদমই আলাদা।’

কাজটির অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘একটা সুন্দর ও গোছানো টিম হলে সেখানে কাজ করতেও অনেক স্বাচ্ছন্দ্য লাগে। এই ছবির প্রত্যেকটা শিল্পী দারুণ মেধাবী, তাদের সবার সঙ্গে কাজ করে আমি অনেক বেশি উপভোগ করেছি। পরিচালক এবং টিম এত সুন্দরভাবে কাজটা শেষ করেছে, ইটস ওয়ান্ডারফুল। কাজটি করতে গিয়ে অনেক কষ্টও করতে হয়েছে, তারপরও আমি উপভোগ করেছি। রোদে বৃষ্টিতে ভিজেছি, সারাক্ষণ শুধু পাড়ে আর নৌকার মধ্যেই ছিলাম। যেহেতু আমি সবসময় আরবান চরিত্রই করেছি বেশি এরকম গ্রামীণ চরিত্র করা হয়নি কখনও। রোদে পুড়ে যাওয়ার মতও অবস্থা হয়েছে আমার। দর্শকরা পর্দায় দেখার পর বুঝতে পারবেন যে, প্রত্যেকটা শিল্পী কতটা পরিশ্রম করেছেন কাজটির জন্য।’

ছবিটির নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘আমরা ১৬ দিন শুটিং করেছি। এটাকে ঠিক শেষ বলা যায় না। কিছু প্যাচওয়ার্কের কাজ বাকি রয়েছে, যেগুলো করতে আরও ৪/৫ দিন লাগবে। এরপর ছবির ডাবিং, এডিটিং শুরু করবো।’

নির্মাতা জানান, সবকিছু শেষ করে আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

‘জলে জ্বলে তারা’ ছবিটিতে নাঈম ও মিথিলা ছাড়া আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম পাভেল, মনিরা মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, শাহেদ আলী সুজন, ইকবাল, শখ, ওবিদ রেহান ও আরো অনেকে। সিনেমাটির জন্য এরইমধ্যে গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ এবং ইমরান মাহমুদুল।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.