Home / মিডিয়া নিউজ / জন্মদিনে যুক্তরাষ্ট্রে মৌসুমী, ঢাকায় সানীর আক্ষেপ

জন্মদিনে যুক্তরাষ্ট্রে মৌসুমী, ঢাকায় সানীর আক্ষেপ

ঢাকাই সিনেমার নন্দিত নায়কা ‘প্রিয়দর্শিনী’ মৌসুমীর জন্মদিন আজ বুধবার (৩ নভেম্বর)। আর

এবারের জন্মদিনটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে কাটছে এই নায়িকার। গত ১৪ অক্টোবর রাতে মেয়ে

ফাইজাকে নিয়ে সেখানে গেছেন মৌসুমী। অভিনেত্রীর একমাত্র মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রের নাগরিক।

গত ২৯ অক্টোবর তার ১৮ বছর পূর্ণ হয়। এরপর সে নাগরিক হিসেবে সে দেশের আইডি কার্ড এবং

অন্য কাগজপত্রের জন্য আবেদনের সুযোগ পায়। মূলত সে কাজটি করার জন্যই মেয়েকে নিয়ে উড়াল দেন মৌসুমী। সেখান থেকে আটলান্টায় মা ও ছোট বোন ইরিন জামানের কাছে আছেন এ অভিনেত্রী। তাদের সঙ্গেই উদযাপন করছেন এবারের জন্মদিন।

এবারের জন্মদিনে নায়িকাকে কাছে পাচ্ছেন না মৌসুমীর বাস্তব জীবনের নায়ক ওমর সানী। স্ত্রী-কন্যার সঙ্গে তারও যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ভিসা জটিলতায় তিনি যেতে পারেননি। বিশেষ দিনে স্ত্রীর কাছ থেকে দূরে থাকায় কিছুটা আক্ষেপ যেন ঝরল তার কথায়। মৌসুমীর জন্মদিনে কয়েকটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান ওমর সানী। তার ক্যাপশনে অনেকটা আক্ষেপের সুরে তিনি লেখেন, ‘আমি তোমার জন্মদিনের উৎসব পালন করছি দীর্ঘ ২৭ বছর। কিন্তু আজকের জন্মদিনটি তোমার জন্য আমার পরিবারের জন্য একটা অন্যরকম তাৎপর্য, একসঙ্গে থাকার ইচ্ছে ছিল আমার। ’

এ অভিনেতা আরও লেখেন, ‘যাক আল্লাহর হুকুমে কর্মের কারণে তুমি বাংলাদেশের বাইরে আছো, সারা জাহানের মালিক আমাদের আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, হায়াত দারাজ করুন। প্রিয়দর্শিনী মৌসুমী শুভ জন্মদিন।’

অন্যদিকে মৌসুমী বলেন, ‘আমার চেয়ে আমার মায়ের কাছে আমার জন্মদিনটি খুব গুরুত্বপূর্ণ। আমি জন্মদিনকে ঘিরে তেমন কোনো পরিকল্পনা করি না। আমার পরিবার, প্রিয়জনরাই এই দিনে বেশি আনন্দ-উচ্ছ্বাসে থাকেন। এখন যেহেতু দেশের বাইরে আছি- তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করব। সানী, ফারদিন ও বৌমাকে খুব মিস করছি।’

১৯৭৩ সালে ২ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। ১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক দর্শক নন্দিত সিনেমা।

১৯৯৬ সালের ২ আগস্ট ভালোবাসে ওমর সানীর সঙ্গে ঘর বাঁধেন মৌসুমী। ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে রয়েছে এই দম্পতির। ছেলে ফারদিনকে গত ২৬ মার্চ দিয়েছেন তারা।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.