





নিয়মিত টিকট’কে পারফর্ম করে প্রশংসিত হয়েছে শি’শু শিল্পী সিম’রিন লুবাবা। দেখা গেছে দেশের বেশ






কয়েকটি বিজ্ঞাপনেও। সম্প্রতি টিকট’কের সুবাদে ভা’রতের রাজস্থান সরকারের একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছে লুবাবা।






করো’না নিয়ে জনসচেতনতামূলক বিজ্ঞাপনটি এখন প্রচার হচ্ছে রাজস্থানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল






ও সামাজিক মাধ্যমে। এটি নির্মাণ করেছেন প্রদীপ বি খাই’রা। লুবাবা ছাড়াও এতে অংশ নিয়েছেন ভা’রতের বেশ ক’জন শি’শুশিল্পী।
লুবাবা বলেন, আমি টিকট’কের পাশাপাশি বিভিন্ন হিন্দি গানে পারফর্ম করে ফেসবুকে আপলোড করি। মাঝে তেরি মিট্টি নামের একটি হিন্দি গানের পারফর্ম বেশ ভাই’রাল হয়। সেটি প্রদীপ আংকেলের নজরে আসে। এরপর তিনি আমাকে ফেসবুকে নক করেন। আরো কিছু কাজ চেয়ে মেসেজ করেন। কাজগুলো পাঠালে তার খুব পছন্দ হয়।
লুবাবা আরো বলেন, কাজগুলো দেখে আংকেল আমাকে তামিল ছবিতে অ’ভিনয় করার প্রস্তাব দেন। ঝুঁ’কিপূর্ণ দৃশ্য থাকায়, মা রাজি হননি। পরে এই বিজ্ঞাপনের প্রস্তাবে রাজি হয়ে কাজটি করি।
প্রসঙ্গত, সিম’রিন লুবাবা জনপ্রিয় অ’ভিনেতা আবদুল কাদেরের নাতনী। সে ইংরেজি মাধ্যমের ছা’ত্রী। এর আগে, লুবাবা বসুন্ধ’রা এলপি গ্যাস, ভিম লিকুইড, লাইফবয়সহ একাধিক বাংলাদেশি পণ্যের মডেল হয়েছে।