





সম্প্রতি ফেসবুকে ভাই’রাল হয়েছে দুই বাংলার জনপ্রিয় অ’ভিনেত্রী জয়া আহসান ও শি’শুশিল্পী






থেকে নায়িকা হওয়া প্রার্থনা ফারদিন দীঘির একটি ছবি। ছবির সেই ছোট্ট দীঘি এখন শি’শুশিল্পী থেকে






নায়িকা হয়ে বড়পর্দায় অ’ভিষেক করতে যাচ্ছেন। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অ’ভিনেত্রী






জয়া আহসান যেন সেই আগের জয়া-ই রয়ে গেছেন। তার বয়স বাড়েনি একটুও, এখনও তরুণী তিনি। ভাই’রাল হওয়া এই ছবি নিয়ে নেটিজেনদের মন্তব্য যেন তা-ই বলছে।
জয়া-দীঘি
ছবির সেই ছোট্ট দীঘি আর এখন আগের মতো শি’শুশিল্পী নেই, তিনি অনেকটা পরিণত হয়ে নায়িকার খাতায় নাম লিখিয়েছেন। বলা চলে বড় হয়েছেন দীঘি, কিন্তু বছরের পর বছর গড়ালেও কেন যেন থমকে আছেন জয়া।
তার সৌন্দর্য্যের কাছে হার মেনেছে বয়স। এমনিতেই জয়ার তারুণ্য নিয়ে নেটিজেনদের অনেক কৌতুহল, তার মধ্যে দীঘি ও তার এই ছবি ভাই’রাল হওয়ায় ফের আলোচনার জন্ম দিয়েছে। ফলে জয়ার বয়স সবার কাছে র’হস্য হয়েই থাকছে।