Home / মিডিয়া নিউজ / অ’ভিমান করে দেশান্তরী হন এক সময়ের দাপুটে নায়িকা অঞ্জু ঘোষ!

অ’ভিমান করে দেশান্তরী হন এক সময়ের দাপুটে নায়িকা অঞ্জু ঘোষ!

চলচ্চিত্রে পা রেখে অনেকেই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। আবার কেউ কেউ ছিট’কে পড়েছেন।

অনেকে তিক্ত অ’ভিজ্ঞতা নিয়ে এই অঙ্গনকে ‘গুডবাই’ বলেছেন। এমনো আছেন, দাপটের সঙ্গে

অ’ভিনয় করেও বিয়ের পর হঠাৎ চলচ্চিত্র ছেড়ে ‘পাক্কা সংসারী’ হয়েছেন। ঝরে পড়া এসব

তারাদের নিয়ে রাইজিংবিডির বিশেষ আয়োজন। আজ দশম পর্বে থাকছেন অ’ভিনেত্রী অঞ্জু ষোষ।

বাংলাদেশের এক সময়ের তুমুল জনপ্রিয় অ’ভিনেত্রী অঞ্জু ঘোষ। ঢাকাই চলচ্চিত্রে এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসা’সফল সিনেমা’র নায়িকা তিনি। তার প্রকৃত নাম অঞ্জলি ঘোষ। ফরিদপুরের ভাঙ্গায় জন্ম গ্রহণ করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অ’পেরায় যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গান গাইতেন এই নায়িকা।

১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাট’কে সুনামের সঙ্গে অ’ভিনয় করেন। ১৯৮২ সালে চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরীর ‘সওদাগর’ সিনেমা’র মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ঢালিউডে প্রায় অর্ধ শতাধিক সিনেমায় অ’ভিনয় করে এই শিল্পী।

সালটা ১৯৮৯। এ বছর অঞ্জু অ’ভিনীত ‘বেদের মে’য়ে জোছনা’ মুক্তি পায়। সিনেমাটি মুক্তির পর আকাশচুম্বী দর্শকপ্রিয়তা পান অঞ্জু ঘোষ। এরপরই তার দর্শক চাহিদা দুই বাংলায় সমানভাবে বৃদ্ধি পেতে থাকে। দুই বাংলার দর্শকপ্রিয় হয়ে উঠেন অঞ্জু ঘোষ।

তারপর ‘মধুমালা ম’দন কুমা’র’, ‘কন্যা’ সিনেমা’র কাজ শেষ করেন। ১৯৯৫ সালে ‘নে’শা’ সিনেমা’র কাজ শেষ হওয়ার আগেই ১৯৯৬ সালে কলকাতায় পাড়ি জমান তিনি। তখন কলকাতায় অঞ্জুর বেশ ভালো চাহিদা ছিল। এর পরে আর বাংলাদেশের সিনেমায় কাজ করেননি তিনি। জানা যায়, অ’ভিমান করেই দেশ ছেড়েছেন অঞ্জু। তবে কী’ অ’ভিমান তা পরিষ্কার করেননি এই অ’ভিনেত্রী।

কলকাতার চলচ্চিত্র ও মঞ্চে দাপটের সঙ্গে অ’ভিনয় করেছেন অঞ্জু। কলকাতায় বেশকিছু জনপ্রিয় সিনেমায়ও তিনি অ’ভিনয় করেছেন। কলকাতার প্রায় সব শিল্পী সিনেমা’র পাশাপাশি মঞ্চে কাজ করেন। ২০০৪ সালের দিকে অঞ্জু ঘোষও মঞ্চে কাজ শুরু করেন। এখন বয়স বেড়ে যাওয়ার কারণে কাজ তেমন একটা করছেন না। খবর রটেছে, অঞ্জু অভাব-অনটনে রয়েছেন। কিন্তু এ খবর সঠিক নয় বলে রাইজিংবিডিকে জানিয়েছেন অঞ্জু ঘোষের ঘনিষ্ঠজন পরিচালক সাঈদুর রহমান সাঈদ।

অঞ্জুঘোষ এখন কলকাতার সল্টলেকে স্থায়ীভাবে বসবাস করছেন। সাঈদুর রহমান সাঈদ রাইজিংবিডিকে বলেন, ‘আমা’র জানা মতে বাংলাদেশের কারো সঙ্গে অঞ্জু ঘোষ দেখা করেন না। এটা তার অ’ভিমানই বলা যেতে পারে। তবে আমা’র সঙ্গে অঞ্জুর নিয়মিত কথা হয়। মাঝে মাঝে আমাকে ফোন করেন তিনি। কলকাতা গেলে অঞ্জুর বাসায় আমি সবসময় যাই। আমাদের জন্য অনেক খাবার-দাবারের ব্যবস্থা করেন।

সবসময়ই তার আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। আমা’র সঙ্গে তার স’ম্পর্ক খুবই ভালো। তাকে আমি সম্মানও করি। অঞ্জুর কলকাতার বাসায় গিয়ে মনে হয়নি তিনি ক’ষ্টে আছেন। বেশ পরিপাটি করে সাজানো-গোছানো তার ঘর। এই ইন্ডাস্ট্রির মাধ্যমেই অঞ্জুর উত্থান। তাই এই ইন্ডাস্ট্রির কথা অঞ্জু এখনো মনে করেন। এখানকার অনেকের কথাই মনে করেন, অনেককে নিয়ে গল্প করেন, তাদের খোঁজখবর জানতে চান।’ সর্বশেষ গত বছর অঞ্জু ঘোষ সাঈদুর রহমান সাঈদের একটি সিনেমা’র কাজ শুরু করেন। সিনেমাটির কিছু অংশের কাজ শেষ হয়েছে।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.