





৫৫তম জন্মদিনে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিং খানের জন্মদিনে সকলেই






জানিয়েছেন শুভেচ্ছা। ঋতুপর্ণা সেনগুপ্তও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। ঋতুপর্ণা তাঁর ইনস্টাগ্রাম






হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যচ্ছে স্কুটার চালাচ্ছেন শাহরুখ খান।






আর পিছনের সিটে বসে আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দু’জনেরই গায়ে রয়েছে সোনার পোশাক। সোনার মুকুট
ছবিটি একটি বিজ্ঞাপনের। সোনা চান্দি চবনপ্রাশের বিজ্ঞাপন। বেশ পুরনো ছবি। এই ছবিটি শেয়ার করে শাহরুখকে শুভেচ্ছা জানালেন ঋতু।
তিনি লিখেছেন, ” আমার সব সময়ের প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। খুব ভালো থেকো। আরও কাজ করতে থাকো।”
এই পোস্ট শেয়ার করেন ঋতু। তবে তাঁদের একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করতে দেখা না গেলেও, এই বিজ্ঞাপনটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।