Home / মিডিয়া নিউজ / দাদা রাষ্ট্রপতির আদরে চিত্রনায়ক সাইমনের স্ত্রী ও ছেলে

দাদা রাষ্ট্রপতির আদরে চিত্রনায়ক সাইমনের স্ত্রী ও ছেলে

বাংলাদেশের বর্তমান সময়ের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাইমন। নতুন প্রজন্মের যারা

অভিনেতা রয়েছেন তারা নিজেকে অভিনয়ের সাথে মানিয়ে নেওয়ার এবং নিজের প্রতিভাকে বিকশিত করার

চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন এই সকল তারকাদের মধ্যে সায়মন অন্যতম একজন।এরইমধ্যে তিনি বেশকিছু সিনেমা করে ফেলেছেন এবং সেগুলোতে

বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছেন তিনি সেই সাথে আগামীতে আরো ভালো ভালো সিনেমা নিয়ে তিনি দর্শকদের সামনে হাজির হবে এমনটাই আশা রয়েছে তার

স্ত্রী ও বড় পুত্রকে নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। সম্পর্কে তার দাদা-নাতি।

বুধবার (২৮ অক্টোবর) এ অভিনেতা স্ত্রী ও বড় পুত্রসহ বঙ্গভবনে যান। এ সময় তারা রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রাষ্ট্রপতিও সাইমন ও তার পরিবারের খোঁজখবর নেন।

দেশের প্রধান কর্তা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জের কৃতী সন্তান। আর সেই কিশোরগঞ্জেরই ছেলে চিত্রনায়ক সাইমন সাদিক। তাদের মধ্যে দাদা-নাতি সম্পর্ক অনেক আগে থেকেই।

তবে ২০১৭ সালে সাইমনের একটি স্ট্যাটাসের পর বিষয়টি প্রকাশ্যে আসে। দেশের প্রধান কর্তা বলে কথা, তার সঙ্গে চাইলেই সহজে দেখা করা সম্ভব নয়।

কারণ এ জন্য রয়েছে অনেক আইনগত জটিলতা। তবে যখন তখন দেখা-সাক্ষাৎ না হলেও ফোনে দাদার সঙ্গে যোগাযোগ রাখেন সাইমন।

এদিকে বুধবার দেখা করার সুযোগ আসায় স্ত্রী-পুত্রসহ ছুটে যান এই চিত্রনায়ক। অনেকটা সময় কাটিয়েছেন দেশের প্রজ্ঞাবান রাজনীতিবিদ আবদুল হামিদের সঙ্গে।

দেখা শেষে বেশকিছু ছবিও তুলেছেন তারা। আর সেই ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন সাইমন। ক্যাপশনে লিখেছেন- ’মহামান্য দাদার আদরে আমরা….।’

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ’আমার দাদা ও মহামান্য রাষ্ট্রপতি পারিবারিক বন্ধু। দীর্ঘদিন তারা একসঙ্গে মিশেছেন, আওয়ামী লীগের রাজনীতি করেছেন।

তিনি আমাকে নাতি হিসেবে খুব আদর করেন। তার সঙ্গে সময় কাটালে অনেক অজানা ইতিহাস জানতে পারি, অনেক কিছু শিখতে পারি।

দেশের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি তিনি। চাইলেই তো আর তার সান্নিধ্য পাওয়া যায় না। সেই সুযোগটা হঠাৎ পেয়ে ছুটে গেলাম। উনার জন্য দোয়া করবেন সবাই।’

দেশের প্রজ্ঞাবান একজন রাজনীতিবিদ এবং বর্তমান দেশের প্রধান কর্তা রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জের কৃতি সন্তান।

আর সেই কিশোরগঞ্জের ছেলে অভিনেতা সাইমন সাদিক রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে তার দাদা নাতির সম্পর্ক যদিও এটি গনমাধ্যমের একটি ছবিতে প্রথমবারের মতো সামনে আসার পর থেকেই নিয়ে আলোচনা হয়েছিল এবং সাইমনের স্ট্যাটাসের পর সেই বিষয়টি প্রকাশ্।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.