





বর্তমানে যে কয়জন কণ্ঠশিল্পী গান গেয়ে তরুণ- তরুণীদের মনে জায়গা করে নিয়েছেন তাঁর মধ্য শেখ সাদী অন্যতম। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই তরুণ কণ্ঠশিল্পী






জানা যায়, সংশয়ী’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আবু তাওহীদ হিরন নামে এক নির্মাতা ছবিটি নির্মাণ করবেন।
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে শেখ সাদী বলেন, ‘ভালো লাগছে নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাত্রা শুরু হবে। মজার বিষয় হচ্ছে সিনেমাটির নায়িকাও হচ্ছেন নতুন এক মুখ। বিতর্কিত ও সমালোচিত অ্যাপ টিকটক থেকে নেওয়া হয়েছে তাকে। টিকটকে তার নাম অনামিকা ঐশী। সেখানে তার রয়েছে লাখ লাখ ফলোয়ার।