





সম্প্রতি রাকিবের সঙ্গে তোলা কয়েকটি ঘ’নিষ্ঠ ছবি সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেটার






ক্যাপশনেই মাহি প্রতিশ্রুতি বিষয়টি জানিয়েছেন। লিখেছেন, ‘সে প্রতিশ্রুতি দিয়েছে, এবং সে তার






প্রতিশ্রুতি কখনো ভাঙে না। আমাকে ছাড়া ভাত খাওয়া যাবে না। তাই তো রাকিব সরকার?’






মাহির এ পোস্টের নিচে মন্তব্য করেছেন রাকিবও। লিখেছেন, ‘আমি কখনোই আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না এবং এটাও প্রতিশ্রুতির একটি অংশ। যদিও প্রতিশ্রুতিদাতা সবসময় ভেঙে ফেলে তার…’। স্বামীর মন্তব্যে ভালোবাসা জানিয়ে প্রতিউত্তরে মাহিয়া মাহি লেখেন, ‘আমার ভালোবাসা নাও স্বামী’।
নায়িকা মাহি ও তার স্বামীর এই মিষ্টি-মধুর খুনসুটি হরহামেশাই দেখা যায়। কিছুদিন আগেই স্বামীকে বাহুবলীর সঙ্গে তুলনা করেন নায়িকা। তার মতে, বাহুবলীর মতো রাকিব তাকে সর্বদা আগলে রাখবেন।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বিয়ের পর নতুন স্বামীকে নিয়ে সুখেই দিন কাটছে মাহির। গত বছরের শেষ দিকে মক্কায় গিয়ে ওমরাহও করেছেন।
গত বছরের ১৩ সেপ্টেম্বর মাহি ও রাকিব বিয়ে করেছেন। ঐ বছরের মে মাসে দ্বিতীয় স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। রাকিবকে বিয়ের পর কিছুদিন আগে তিনি স্বামীর পদবী ‘সরকার’ও নিজের সঙ্গে যুক্ত করেছেন। এখন তার নাম মাহিয়া সরকার মাহি।