





ক্যাটরিনা কাইফের সঙ্গে কি সালমান খান প্রেম করছেন? এমন গসিপ নতুন নয়। এই জুটির প্রেম






নিয়ে বহু জল্পনা রয়েছে। তাছাড়া সালমান-দিপিকাকে নিয়েও আলোচনা হয়েছিলো বেশ।১৯৯৯-এ মুক্তি






পেয়েছিল সঞ্জয়ের ‘হম দিল দে চুকে সনম’। সে ছবিতে শেষবার সালমানের সঙ্গে কাজ করেছিলেন
সঞ্জয় লীলা বানসালী। ২০ বছর পর ফের ভাইজানের সঙ্গে কাজের পরিকল্পনা করেছেন সঞ্জয়। কিন্তু
সঞ্জয় নায়িকার চরিত্রে দীপিকার কথা ভাবলেও ক্যাটরিনাকেই বেশি পছন্দ সল্লু মিঞার।
এমনকি ক্যাটরিনাকে তার ছবিতে নেয়ার জন্য নাকি সঞ্জয়কে চাপও দিয়েছেন সালমান!অনস্ক্রিনেও হিট সালমান-ক্যাটরিনা জুটি।সূত্রের খবর, অনস্ক্রিন রোম্যান্সের জন্য দীপিকা নন, বরং ক্যাটরিনাকেই বেশি পছন্দ সল্লু মিঞার।
বলি সূত্রের খবর, আপাতত নিজস্ব প্রোডাকশনের ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে ব্যস্ত সালমান। তারপর নাকি সঞ্জয়ের ছবির কাজ শুরু করবেন তিনি। কিন্তু সে ছবিতে ক্যাটরিনা নাকি দীপিকা, কে সুযোগ পাবেন, সেটাই এখন দেখার বিষয়।