





বলি’উডে’র অ’ন্যতম সফল ব্য’ক্তি’ত্ব ব’লিউড বাদ’শা শাহ’রুখ খান। শুধু বলি’উড নয়, সুনাম






তার বি’শ্ব’জোড়া। দে’শে দেশে ছড়ি’য়ে আছে তার কো’টি কোটি ভক্তও। সম্প্রতি তার জন্মদিনে






দুবা’ইয়ে’র বিখ্যা’ত বহুতল ভবন বুর্জ খলি’ফা র’ঙিন হয়ে উঠে’ছি’লো বাহারি আ’লোয়। ব্য’ক্তিজী’বনে






দারুণ সৌখিন শাহ’রুখ৷ নিজ শহর মু’ম্বাইসহ দুবাই এবং লন্ডনে র’য়েছে তার বিলা’সব’হুল বাড়ি ও সম্পত্তি।
আর গাড়ির প্রতি বি’শেষ দু’র্ব’লতা রয়েছে ব’লিউ’ডের কিং খানের। তার প্রিয় গাড়ি বু’গাটি ভেরন। ফ্রা’ন্সের বিখ্যা’ত ব্র্যা’ন্ডের এ গাড়িটি প্রতি ঘণ্টা’য় ৪০০ কি.মি. গতিতে ছু’টতে পারে। এই গা’ড়িটি নতু’ন করে আর তৈরি করছে না নির্মা’তা প্রতি’ষ্ঠান বুগাটি।
শাহরুখ
জানা গেছে এই গাড়ি’টি শাহরু’খ কি’নেছি’লেন ১২ কোটি রু’পিতে। বে’শির’ভাগ সময় তিনি এই গা’ড়িটিই ব্যবহার করেন।
প্রসঙ্গত, দীর্ঘ বি’রতি শেষে সি’দ্ধা’র্থ আন’ন্দের ‘পাঠা’ন’ সিনেমা দি’য়ে আবারও বড় পর্দায় ফির’ছেন শা’হরুখ খান। সম্প্র’তি আরও একটি খ’বর থেকে জানা যায়, বলি’উডে প্রথম’বারের মতো আমি’র খানের সঙ্গে অভি’নয় করতে চলেছেন তিনি। আমি’র অভি’নীত ‘লাল সিং চা’ড্ডায়’ অ’তিথি চরি’ত্রে দেখা যাবে তাকে।