





ঢাকাই ছবির সুপার হিট হিরোইন অ’পু বিশ্বা’সের ক্যারিয়ারটা শুরু হয়েছিল ২০০৪ সালে আমজাদ






হোসেনের ‘কাল সকালে’ ছবির মধ্য দিয়ে। পরের বছর এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’






ছবিতে প্রথমবার প্রধান নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অ’ভিনয় করে রাতারাতি ঢালিউড কুইন






বনে যান অ’পু।এরপর গত এক যুগেরও বেশি সময়ে অসংখ্য ব্যবসা’সফল ছবি উপহার দিয়েছেন তিনি। হয়েছেন ভক্তদের হৃদয়ের রানি।






তবে ঢালিউডের শীর্ষ এই নায়িকার জীবনের বাঁক বদল হয়েছে গেল ৪ বছরে। গো’পনে বিয়ে, সন্তান, সংসার, বিতর্ক সব মিলিয়ে ক্যারিয়ার থেকে ছিট’কে পড়েছিলেন তিনি।
তাই বলে একেবারে যে ছিট’কে যাননি প্রত্যাবর্তনের ইঙ্গিতে সেটিই বোঝা গেল।এমন জনপ্রিয় একজন নায়িকার এখন সময় কাটে কী’ভাবে, তিনি কি নতুন কোনো ছবিতে ফিরবেন? নাকি আর ফেরাই হবে না?
এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে অ’পু বিশ্বা’স বলেন, ‘সংখ্যা নয়, এখন মানের দিকে মনোযোগ দিতে চাই। সিনেমা থেকে সাময়িক দূরে আছি। তার মানে এই নয়- আর ছবি করবো না।
আজকে দেশের মানুষ সিনেমা’র জন্যই অ’পু বিশ্বা’সকে চেনে। আমি এখনও সিনেমা’র বাইরে এক মুহূর্ত নিজেকে ভাবতে পারি না।’পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি নিজেকে নতুন করে তৈরি করছি।
নিজেকে গড়ছি। আর সেটি শুধুমাত্র সিনেমা’র জন্যই। ওজন কমাচ্ছি, নিয়মিত জিমে যাচ্ছি। নতুন করে সিনেমায় আসবো বলেই এসব করছি। অ’পেক্ষা করুন, বিশেষ কিছু নিয়েই ফিরবো।’
শাকিব খানের সঙ্গে ছাড়াছাড়ির পর নতুন করে সংসার শুরুর বিষয়ে অ’পু বিশ্বা’স বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে সবার মতো ভাবনা আমা’রও আছে। তবে সময় সব বলে দেবে।
আমি শুধু এটুকু বলতে পারি- নতুন করে সংসার শুরু করতে আমা’র দিক থেকে কোনো না নেই। আমিও চাই, আমা’র কোনো আ’পত্তি নেই। সময় হলেই সব জানতে পারবেন।’