Home / মিডিয়া নিউজ / গানের প্রতিযোগিতায় নাম লেখালেন তারা

গানের প্রতিযোগিতায় নাম লেখালেন তারা

স্কয়ার গ্রুপের কর্মীদের অংশগ্রহণে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে সংগীত বিষয়ক রিয়েলিটি

শো ‘স্কয়ার সুরের সেরা’। ‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয়কে সামনে রেখে মাছরাঙা টেলিভিশন

আয়োজন করছে এই ভিন্ন ধারার রিয়েলিটি শো। পেশাগত কাজে দক্ষতা প্রদর্শনের পাশাপাশি যারা

শখের বশে গান করেন, স্কয়ার গ্রুপের সেসব প্রতিভাবান সংগীতশিল্পীদের বড় মঞ্চে গান করার সুযোগ

করে দিচ্ছে এই আয়োজন। গ্রুপের পরিচয়পত্র বহনকারী যে কোনো সদস্য এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন।

গুণী সংগীত ব্যক্তিত্বদের সামনে নিজের প্রতিভা মেলে ধরা, প্রতিযোগিতাকালীন পুরো সময় সংগীত শিক্ষকদের তত্ত্বাবধানে গানের প্রশিক্ষণ, দেশব্যাপী পরিচিতি ও পরবর্তীতে বিনোদন জগতে নিয়মিত গান করার সুবর্ণ সুযোগ তো রয়েছেই, পাশাপাশি সেরা বিজয়ী পাবেন নগদ ৫ লক্ষ টাকা। এছাড়া প্রথম রানার আপ ৩ লাখ, দ্বিতীয় রানার আপ ১ লাখ এবং চতুর্থ ও পঞ্চম যারা হবেন তারা প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা।

আগামীকাল শুক্রবার (১২ নভেম্বর) থেকে পাবনায় শোটির অডিশন পর্ব শুরু হচ্ছে। সারা দেশের কর্মীদের মধ্যে থেকে অডিশন রাউন্ডে প্রাথমিক বাছাইকৃত শিল্পীদের নিয়ে পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত হবে স্টুডিও রাউন্ড।

স্টুডিও রাউন্ডের মূল বিচারকের আসনে থাকছেন তিন গুণী শিল্পী দেশবরেণ্য সংগীতশিল্পী রুমানা ইসলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও সংগীতশিল্পী এস আই টুটুল এবং জনপ্রিয় ও মেধাবী সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন এ প্রজন্মের জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার। খুব শিগগিরই মাছরাঙা টেলিভিশনে এই আয়োজনের প্রচার শুরু হবে।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.