





নানা চড়াই-উতরাই পেরিয়ে একটু একটু করে ছন্দে ফিরছেন পরীমনি। মাদক মামলায় জামিনে থাকা






জনপ্রিয় এ অভিনেত্রী সম্প্রতি আদালতে হাজিরা দিতে গিয়ে জানান, ৪ আগস্ট তার বাসায় র্যাবের অভিযানের কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়।






সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলো তিনি পোস্ট করেছেন ‘মাই সুইট হোম’ নামের অ্যালবামে।






ছবিতে ঘরের যে যে অংশ দেখা যাচ্ছে, সেগুলো সুন্দর করে গোছানো। পরী মনিকেও বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে।
চারটি ছবি পোস্ট করে পরীমনি সেই ক্যাপশনে লিখেছেন, যে জীবন যাপন করছ তাকে ভালোবাসো। যে জীবন ভালোবাসো সেই জীবন কাটাও।
ইংরেজিতে লেখা, love the life you live. live the life you love। এ লাইনটি মূলত খ্যাতিমান জ্যামাইকান সংগীতশিল্পী বব মার্লের। পরীমনি অবশ্য ববের নাম উল্লেখ করেননি। এ বিষয়ে পরীমনির মন্তব্যও পাওয়া যায়নি।
এদিকে পরী মনি শিগগিরই শিগগিরই লাইট-ক্যামেরার দুনিয়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ‘গুনিন’ ওয়েব সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। ১০ অক্টোবর থেকে শুটিং। এতে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে।
অক্টোবরে বায়োপিক নামে একটি সিনেমার দৃশ্যধারণের কথা আছে। অভিনয় করবেন প্রীতিলতা নামের সিনেমাতেও।