Home / মিডিয়া নিউজ / মিম মুখ খুললেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে প্রেম নিয়ে

মিম মুখ খুললেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে প্রেম নিয়ে

প্রেম নিয়ে মুখ খুললেন মিম- বিদ্যা সিনহা সাহা মিমকে নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা মুখরোচক গল্প শোনা

যায়। কেউ কেউ দাবি করেন, প্রশাসনের উচ্চপদস্থ এক কর্মকর্তার সঙ্গে তার রয়েছে সখ্য। ঢাকাই

ছবির এ নায়িকা অকপটে কথা বলতে যতটা পটু, ব্যক্তিজীবনে ততটাই বিপরীত। ব্যাক্তিজীবন নিয়ে

কথাই বলতে চান না। তবুও এই গল্পটি নিয়ে বলেন, ‘আমি চাই না কেউ কখনো এ বিষয়ে কথা

বলুক। একটা বিষয় কি, আমি একটা মানুষকে চিনি না, সেই বিষয়ে আমি কথাও বলতে চাই না।

যারা বলছে তাদেরই হয়তো অন্য কোনো সমস্যা ছিল। মানুষ যা ইচ্ছা, তাই বলুক। আমি জানি আমি কেমন। আমার প্রশাসনের কারো সঙ্গে কোন সম্পর্ক নেই। যদি থেকেও থাকে, তা সময় হলেই জানানো হবে। আগেই মনগড়া কথা শুনতে চাচ্ছি না।’ মিম জানালেন তিনি এখন ব্যস্ত গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’, অনিমেষ আইচের ওয়েব সিরিজ ‘বিউটি অ্যান্ড বুলেট’ এবং কলকাতার ‘থাইকারি’ ছবির কাজ নিয়ে। এছাড়া নতুন ছবি ও বিজ্ঞাপন নিয়ে কথা চলছে। খুব শিগগিরই সে খবর জানানো হবে।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.