





অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী ন্যান্সি। হঠাৎ-ই সংবাদপত্রের শিরোনামে তিনি! না, কোনো নতুন






গানের জন্য নয়। ছোট ভাই শাহরিয়ার আমান সানির প্রাক্তন স্ত্রী সামিউন্নাহার শানুর করা নারী ও






শিশু নির্যাতন মামলায় ‘আসামি’ হয়ে খবরে তিনি! এ মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন ন্যান্সির
ভাই সানি। ভাইয়ের বিরুদ্ধে স্ত্রীর অভিযুক্ত মামলায় নিজের নাম দেখে বিব্রত ন্যান্সি। কিছুটা ক্ষুদ্ধও তিনি। পারিবারিক বিষয় হলেও এখন তা জাতীয় খবরের পাতায়। আর এসব বিষয় নিয়েই চ্যানেল আই অনলাইনের সাথে শনিবার সন্ধ্যায় বিস্তারিত বলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী:
সাধারণত দেশ ব্যাপী ন্যান্সি কোনো গান নিয়ে আলোচিত হতে দেখা যায়। কিন্তু এবার পারিবারিক বিষয় নিয়ে খবরের শিরোনাম আপনি। সমস্যাটা কীভাবে ফেইস করছেন?
পারিবারিক বলতে এটাতো আমার ভাইয়ের বিষয়। তার একান্ত ব্যক্তিগত বিষয়। এখানে আমাকে কেন জড়ানো হলো আমি বুঝলাম না।