





এখন বড়পর্দার পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিত দেখা যাচ্ছে অপুকে। সেই ধারাবাহিকতায় এবার নতুন






একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন অপু বিশ্বাস। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর






হাতিরঝিল প্রিয়াংকা শুটিং হাউজে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্রোর দৃশ্যধারণে অংশ দিয়েছেন অপু বিশ্বাস।
নতুন বিজ্ঞাপনে অপু বলেন, ‘সিনেমার পাশাপাশি ভালো বিজ্ঞাপনের অফার পেলে করি।ওয়াল মার্ট এই ওটিভিস কনসেপ্টটা একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই কাজটি করছি।আশা সবার ভালো প্রচাররের পর।
বর্তমানে অপু বিশ্বাস ডায়েল রহমানের পরিচালনায় ‘ঈশা খাঁ’ এবং সোলায়মান হোসেন লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ নামে দুটি সিনেমায়ও অভিনয় করছেন অপু বিশ্বাস।
মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ নামে আরেকটি সিনেমা।