Home / মিডিয়া নিউজ / রিয়াজ ও মমর শুটিং দেখতে হাজারো মানুষের ভিড়

রিয়াজ ও মমর শুটিং দেখতে হাজারো মানুষের ভিড়

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ ও অভিনেত্রী জাকিয়া বারী মম বর্তমানে রয়েছেন মানিকগঞ্জে।

ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলার বিভিন্ন স্থানে তারা একটি সিনেমার

শুটিং করছেন। নাম ‘রেডিও’। এটি নির্মাণ করছেন অনন্য মামুন। সম্প্রতি শুরু হয়েছে সিনেমাটির

শুটিং। মানিকগঞ্জের হরিরামপুরের গঙ্গাধর্দি এলাকায় হচ্ছে চিত্রায়ন। খবর পেয়ে সেখানে ছুটে আসছেন বহু মানুষ। সরেজমিনে দেখা গেছে, রিয়াজ-মমর শুটিং দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছেন। জনপ্রিয় তারকা বলে কথা, এক নজর দেখার সাধটা মিটিয়ে নিচ্ছেন অনেকেই।

নির্মাতা অনন্য মামুন জানান, সিনেমার গল্পের প্রয়োজনেই এই লোকেশনে শুটিং করছেন। তাছাড়া এখানকার মানুষ অনেক সহযোগী মনোভাবের। তাই স্বাচ্ছন্দ্যেই চিত্রায়ন চালিয়ে যাচ্ছেন।

এই সিনেমার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। ওই সময়ে রেডিও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেই বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার যুদ্ধে। সেই রেডিওকে ঘিরেই আবর্তিত হবে সিনেমাটির কাহিনি।

এতে একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন রিয়াজ। এর মাধ্যমে দীর্ঘদিন পর রূপালি পর্দায় ফিরছেন জনপ্রিয় এ নায়ক। চমকপ্রদ ব্যাপার হলো, ২০০৭ সালে রিয়াজ ও মম একসঙ্গে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেছিলেন। দীর্ঘ ১৫ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন তারা। তাই দর্শকের জন্য সিনেমাটি একটু স্পেশাল বটে।

‘রেডিও’ সিনেমায় রিয়াজ ও মমর সঙ্গে অভিনয় করেছেন নাদের চৌধুরী, প্রাণ রায়সহ আরও অনেকে। এটি প্রযোজনা করছে তরঙ্গ প্রোডাকশন।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.