





বলিউডে আসছেন ইব্রাহিম খান। মেয়ে সারা আলি খানের পর এবার বি টাউনে হাজির হওয়ার জন্য






তোড়জোড় শুরু করেছেন সাইফ-পুত্র। একটি সর্বভারতীয় সংবদমাধ্যমে এমনই জানিয়েছেন সাইফ আলি খান।






সাইফের কথা, বলিউডে যাতে পো’ক্ত কেরিয়ার তৈ’রি করা যায়, সেই জন্য প্রস্তু’তি শুরু করে দিয়ে’ছেন ইব্রা’হিম। শিগ’গি’রই তাঁকে অ’ভিনয় জ’গতে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দেন সাইফ। যদিও কোন পরিচালক বা প্রযোজনা সংস্থার হাত ধরে বি টাউনে পা রাখবেন ইব্রাহিম, সে বিষয়ে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১৮ সালে বলিউডে পা রাখেন সারা আলি খান। পরি’চালক অভি’ষেক কাপুরের সিনেমা কেদা’রনাথ দিয়ে ডেবিউ করেন সারা। কে’দারনা’থের পর’ই মু’ক্তি পায় সারার সিম্বা। সুশান্ত সিং রা’জপু’তের সঙ্গে কেদা’নাথে অভি’নয়ের পর সিম্বা’য় র’ণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শে’য়ার করেন তিনি।
সাইফ-ইব্রাহিম
লভ আজকা’ল পার্ট টু-তে কার্তি’ক আরি’য়ানের সঙ্গে এরপর দেখা যায় সারা আলি খানকে। কুলি নম্বর ওয়ান পার্ট টু- বরুণ ধাওয়া’নের সঙ্গেও শ্যুটিং শেষ ক’রেছেন সারা। এরপর অক্ষ’য় কুমার এবং ধ’নুষের সঙ্গে আত’রঙ্গি রে-এর শ্যুটিং নিয়ে বর্তমা’নে ব্যাস্ত সা’রা আলি খান।