





অনেকদিন পর কলকাতা সিনেমা’র অ’ভিনেত্রী দেবশ্রী রায় সিনেমায় ফিরছেন। তবে ভিন্ন খবর






হলো যেই সিনেমায় অ’ভিনয় করবের সেখানে তার প্রে’মিকের ভূমিকায় তরুণ নায়ক রয়েছেন।






জানা যায়, সম্প্রতি পরিচালক অনুপ সেনগুপ্তের পরিচালনায় নাম লেখিয়েছেন তুমি কি সেই? নামের একটি সিনেমায়। এই সিনেমিায় অ’ভিনয় করবেন তিনি।
এই সিনেমা’র গল্পে ৫৮ বছর বয়সী দেবশ্রী রায়ের নায়ক হচ্ছেন কলকাতার ২৯ বছর বয়সের তরুণ নায়ক বনি সেনগুপ্ত।ভালবাসায় বয়স মানেনা আর হয়তো পরিচালক সেই চিন্ত মা’থায় রেখেই সিনেমাটি করতে যাচ্ছেন।
এতে দেবশ্রীর সঙ্গে প্রে’ম করতে দেখা যাবে বনিকে। অসম প্রে’মের গল্প নিয়ে নির্মিত হবে এই ছবি।
কলকাতায় দেবশ্রী রায় একজন জনপ্রিয় অ’ভিনেরেছেন। ত্রী। শতাধিক সিনেমায় অ’ভিনয় করাষ্ট্রীয় পুরস্কারসহ মোট ৪০টি অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে।
তিনি শুধু অ’ভিনেত্রীই নন, একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বও বটে।এদিকে দেবশ্রী অ’ভিনয় ছাড়াও বর্তমানে তৃণমূল কংগ্রেসের রায়দিঘির বিধায়ক তিনি।