





যৌথ প্রযোজনায় নয়, প্রথমবারের মত কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের স্বনামধন্য






অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবির নাম ‘বোবা রহস্য’। ছবিটি পরিচালনা করবেন অভিষেক বাগচি।






রোমান্স ও গোয়েন্দাধর্মী গল্পে নির্মিত করা হবে সিনেমাটি। তিশা ছাড়াও এই ছবিতে আরও অভিনয়






করবেন কলকাতার ‘ফেলুদা’ খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, বাংলাদেশের অভিনেতা আমান রেজা, ভারতের খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি, অরিন্দম বাসুসহ আরও অনেকে।
আগামী ১২ জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে সিনেমাটির শুটিং চলবে। সিনেমাটি প্রথমে কলকাতাতে মুক্তি দেওয়া হবে এবং পরবর্তীতে সাফটা চুক্তির আওতায় এটি বাংলাদেশেও মুক্তি দেওয়া হবে।
কলকাতাতে এটি হবে তিশার দ্বিতীয় ছবি। এর আগে তিনি যৌথ প্রযোজনার ‘হলুদবনি’ ছবিতে অভিনয় করেছেন এবং তার বিপরীতে ছিলেন পরমব্রত। এছাড়া আরও অভিনয় করেছেন পাওলি দাম। সিনেমাটি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছিল। যৌথভাবে পরিচালনায় ছিলেন বাংলাদেশের তাহের শিপন ও ভারতের মুকুল রায় চৌধুরী এবং ছবির চিত্রনাট্য লিখেছিলেন পদ্মনাভা দাশগুপ্ত। বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এর সৌজন্যে ছবিটি প্রযোজনা করা হয়েছিল।