





ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাজল আগরওয়াল গত বছরের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম






কিচলুকে বিয়ে করেন। গুঞ্জন উঠেছে, মা হতে যাচ্ছেন এ অভিনেত্রী। এজন্য হাতে থাকা সিনেমার






কাজ দ্রুত শেষ করতে চাইছেন এ অভিনেত্রী আলোচিত দক্ষিণী সিনেমা ‘দ্য ঘোস্ট’-এ আক্কিনেনি
নাগার্জুনের নায়িকা ছিলেন কাজল। সিনেমাটির শুটিংও শুরু করেছিলেন তিনি। তবে সিনেমাটি থেকে সরে পড়ছেন কাজল। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি এ সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।
‘দ্য ঘোস্ট’ সিনেমাটি পরিচালনা করছেন প্রবীণ সত্তারু। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি কাজল ও নির্মাতা।
তবে সূত্রের খবর, সিনেমাটির জন্য নায়িকা হিসাবে নেওয়া হবে জ্যাকুলিন ফার্নান্দেজকে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অভিনেত্রীও নাকি অভিনয়ের জন্য সম্মতি প্রকাশ করেছেন।
বর্তমানে ভারতের হায়দরাবাদ ‘দ্য ঘোস্ট’ সিনেমার শুটিং চলছে। সিনেমাটি আগামী বছরের মুক্তির কথা রয়েছে। চলতি বছরের শেষের দিকে অভিনেতা নাগার্জুন তার অংশের শুটিং সম্পন্ন করবেন।