





ঢাকায় ছবিতে এক সময় সবচেয়ে সফল ও জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস।






‘কোটি টাকার কাবিন’ তাদের প্রথম ছবি। এরপর একসঙ্গে জুটি বেঁধে ৭২টি ছবিতে অভিনয় করেন তারা। যেগুলোর অধিকাংশই ব্যবসাসফল।






শুধু তাই নয়, বাস্তব জীবনেও জুটি বেধেছিলেন এই দুই তারকা। ভালোবেসে ২০০৮ সালে সবার অগোচরে বিয়ে করেন শাকিব-অপু। তাদের আব্রাম খান জয় নামে এক ছেলে রয়েছে। কিন্তু ২০১৮ সালের মার্চে শাকিব ও অপুর বিচ্ছেদ হয়।
বিচ্ছেদের কয়েকবছরও পর অনেকেই চেয়েছিলেন এই জুটিকে এক করতে, কিন্তু পারেনি। তবে এবার এই জুটিকে এক করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন চিত্রনায়ক অমিত হাসান।
অমিত হাসান যদি নিজের প্রযোজনায় ছবি নির্মাণ করেন তাহলে সেই ছবিতে কারা অভিনয় করবেন? এমন প্রশ্নের জবাবে অমিত হাসান বলেন, ‘আমার সেই ছবিতে আমি অবশ্যই শাকিব খানকে নেব। কারণ এই সময়ে শাকিবকে অতিক্রম করার মতো কোনো নায়ক এখনো নির্ভরযোগ্য হয়ে ওঠেনি।’
তিনি আরও বলেন, ‘ শাকিবকে নিলে তার অনুযায়ী নায়িকা নেব। এই মুহূর্তে আমি শাকিবকে নিলে আবার অপু বিশ্বাসকে নেব।’