Home / মিডিয়া নিউজ / মেয়ের পোশাক ও মেকআপ নিয়ে কটাক্ষ, ক্ষে’পে গিয়ে মুখ খুললেন কাজল!

মেয়ের পোশাক ও মেকআপ নিয়ে কটাক্ষ, ক্ষে’পে গিয়ে মুখ খুললেন কাজল!

দীপাবলি পার্টি হোক কিংবা বিমানবন্দর, নেটিজেনদের কটাক্ষের মুখে প্রায়শই পড়তে হয় অজয়-কাজলের মেয়ে নাইশাকে। দীপাবলি পার্টিতে হাজির হয়ে নাইশা

কেন বেশি মেকআপ ক’রেছেন, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। আবার কখনও বাবার স’ঙ্গে মন্দিরে হাজির হয়ে, কটাক্ষের মুখে পড়েন নাইশা।

মেয়েকে নিয়ে স’মালোচনা, কটাক্ষ যা-ই হোক না কেন, এ বিষয়ে সব সময়ই চুপ থেকেছেন অজয় দেবগণ এবং কাজল। স’ম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খু’লে ছেন তারা।

কাজল বলেন, তার ছেলে যুগ এবং মেয়ে নাইশাকে নিয়ে কটাক্ষ বা স’মালোচনা যাই হোক তাতে কিছু যায় আসে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে কটাক্ষ করা হয়।

পোশাক থেকে শুরু করে, ব্যবহার, চলাফেরা- সব কিছুতে তারকা সন্তানরা কোন সময়ই ক্যামেরা আড়াল ক’রতে পারেন না।

তারকা সন্তান না হয়ে যুগ, নাইশা যদি আর পাঁচজন সাধারণ পরিবারের সদস্য হতেন, তাহলে এসব তাদের সহ্য ক’রতে হত না বলেও মন্তব্য করেন কাজল। সেই কারণেই নাইশাকে নিয়ে কটাক্ষ বা স’মালোচনা, কোনও কিছুই তার গায়ে লাগে না বলে মন্তব্য করেন কাজল।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.