





ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার মানেই বাড়তি উত্তাপ। একের পর এক ছবি পোস্ট করে






সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী। সাহসী ফটোশুট থেকে ভিডিওতে সব কিছুতেই






ভক্তদের নজর কেড়েছেন তিনি। দর্শক ধরে রাখতে প্রতিদিনই নিজেকে হট অবতারে মেলে ধরছেন মধুমিতা।






সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও






ভাইরাল হয়। ভিডিওতে তাকে দেখা যায়, পরনে হলুদ শিফন শাড়ি, স্লিভলেস ব্লাউজ, গলায় ভারী গহনায় মোহময়ী রূপে আবেদন ছড়াচ্ছেন মধুমিতা। ‘বে-দরদি রাজা, যারা পাশ তো আজা’ গানে নাচ করছেন তিনি।
এই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, দেশি মুড চালু। শাড়িতে নতুন রূপে ধরা দিয়েছি। মধুমিতা সরকার ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘কুসুমদোলা’ সিরিয়ালগুলোর মাধ্যমে তিনি এই জনপ্রিয়তা অর্জন করেছেন।
সেটাকে পুঁজি করে তার অভিষেক হয়েছে চলচ্চিত্রেও। অভিনয় করেছেন ‘লাভ আজ কাল পরশু’ ছবিতে। সেখানে তিনি জুটি বেঁধেছিলেন অর্জুন চক্রবর্তীর সঙ্গে।