





সময়ের ব্যবধানে সেপ্টেম্বর মাসে বেশ কয়েকজন শক্তিমান অভিনেতাদের হারিয়েছে ঢালিউড। তারা






মরে গেলেও অমর হয়ে আছেন ভক্তদের মনে। তালিকায় আছেন অমর নায়ক সালমান শাহ, মুকুটহীন






সম্রাট আনোয়ার হোসেন, খল অভিনেতা সাদেক বাচ্চু। সালমান শাহ: সালমান শাহ প্রকৃত নাম শাহরিয়ার






চৌধুরী ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম হয়েছিল তার। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ






নায়ক ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল তার।






অনেক জল ঘোলা হওয়ার পরও সালমান শাহ’র মৃত্যুরহস্য আজও উদঘাটন হয়নি। অমর এ নায়কের মৃত্যুর কারণ জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সে প্রতিবেদনের ওপর নারাজি দিয়েছেন সালমান শাহের মা। আগামী ৩১ অক্টোবর এর শুনানি দিন ধার্য করা হয়েছে।
সাদেক বাচ্চু: মাহবুব আহমেদ সাদেক। ১৯৫৫ সালের জানুয়ারিতে জন্ম নিয়েছিলেন এ অভিনেতা। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি।
আনোয়ার হোসেন: তিনি বাংলা সিনেমার ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘মুকুটহীন নবাব’ নামে খ্যাত। ঐতিহাসিক, রাজনৈতিক, ফোক-ফ্যান্টাসি, পারিবারিক মেলোড্রামাভিত্তিক সিনেমায় তাকে বেশি দেখা গেছে। ১৯৫৮ সালে পর্দায় অভিষেক হওয়া এ অভিনেতার নাম আনোয়ার হোসেন।
১৯৩১ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ৫২ বছরের অভিনয় জীবনে ৫ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন আনোয়ার হোসেন। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশপাশি আজীবন সম্মাননাও পেয়েছেন তিনি।
এ ছাড়া আবদুল মতিন, ইনাম আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, চাঁদ প্রবাসী, সালাম, নাগমা না ফেরার দেশে চলে যান এ মাসে। তাদের আত্মার মাগফেরাত কামনা করে সোমবার (৬ সেপ্টেম্বর) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদাক জায়েদ খান বলেন, প্রয়াত শিল্পীদের আত্মার শান্তি কামনা করে আমরা প্রতি মাসেই একটি মিলাদ ও দোয়ার আয়োজন করি। এ মাসে আমরা গুণী অভিনেতাসহ বেশ কয়েকজনকে হারিয়েছি। তাদের জন্যও মিলাদ, দোয়া ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। সমিতির স্টাডি রুমে এ আয়োজন করা হয়েছে।