Home / মিডিয়া নিউজ / বাংলায় সবচেয়ে বেশিবার দেখা গান শাকিব-বুবলীর ‘দিল দিল’

বাংলায় সবচেয়ে বেশিবার দেখা গান শাকিব-বুবলীর ‘দিল দিল’

সিনেমায় গান আলাদা আবেদন যোগ করে। কথায় বলে, গান হিট মানেই সিনেমা হিট! সেটি আবার

প্রমাণ করলো শাকিব খান ও শবনম বুবলী জুটির প্রথম সিনেমা ‘বসগিরি’র ‘দিল দিল দিল’ গানটি।

এখন পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দু’বাংলার অসংখ্য সিনেমার গানের মধ্যে সবচেয়ে বেশিবার দর্শক এ গান দেখেছেন।

২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ‘দিল দিল দিল’ গানটি ইউটিউবে অবমুক্ত হয়েছিল। ওই বছরের ঈদে ‘বসগিরি’

মুক্তি পায়। ৪ বছরে ইউটিউবে ৭ কোটি ১ লাখের বেশি দর্শক গানটি দেখেছেন। বলা বাহুল্য এতো ভিউস শুধু বাংলাদেশ নয়, কলকাতার কোনো সিনেমার গানেও নেই!

শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বগসিরি’ নির্মিত হয়েছিল খান ফিল্মসের ব্যানারে, যার কর্ণধার টপি খান। এ প্রযোজক চ্যানেল আই অনলাইনকে বলেন, শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের কোনো সিনেমার গান ৭ কোটি ভিউস হয়নি।

টপি খান বলেন, ২০১৬ সালে এখনকার মতো ইউটিউ ওতটা অ্যাভেলেবল ছিল না। নইলে আরও বেশি দর্শকের কাছে ‘দিল দিল দিল’ পৌঁছে যেত। তারপরও এটি বাংলা সিনেমার গানে নতুন এক মাইলফলক। কাজটি সফল করতে নেপথ্যে যারা কাজ করেছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানাই।

‘দিল দিল দিল’ গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান, তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন কণা। গানের কথা লিখেছিলেন কবির বকুল, কম্পোজিশন শওকত আলী ইমনের। থাইল্যান্ডে চিত্রায়িত দিল দিল গানটির কোরিওগ্রাফার ছিলেন বলিউডের আলিদ শেখ।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.