Home / মিডিয়া নিউজ / মায়ের মৃত্যুর ২ দিন পরই দেশ ছাড়লেন অক্ষয়!

মায়ের মৃত্যুর ২ দিন পরই দেশ ছাড়লেন অক্ষয়!

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার তার মাকে হারিয়েছেন মাত্র ২ দিন হলো। এরই মধ্যে তিনি যুক্তরাজ্যে

উড়াল দিলেন শুটিংয়ের জন্য। শুক্রবার (১০ সেপ্টেম্বর) মুম্বাই বিমানবন্দরে তাকে দেশ ত্যাগ করতে দেখা গেছে।

এ সময় অক্ষয়ের পরনে ছিল কালো জ্যাকেট ও প্যান্ট। পাপারাজ্জিদের উদ্দেশ্যে পোজও দিয়েছেন

খিলাড়ি। তার সঙ্গে ছিলেন স্ত্রী টুইঙ্কেল খান্না এবং দুই সন্তান আরভ ও নীতারা। লন্ডনে অক্ষয়ের নতুন

একটি সিনেমার শুটিং চলছে। তিনিও ছিলেন সেখানে। তবে মায়ের অসুস্থতার খবর পেয়ে দ্রুত দেশে ফিরে আসেন। কিন্তু মাকে আর ফেরাতে পারেননি। গত ৮ সেপ্টেম্বর সকালে না ফেরার দেশে পাড়ি জমান অক্ষয়ের মা অরুণা ভাটিয়া।

মায়ের মৃত্যুর মাত্র দু’দিন পরই শুটিংয়ের জন্য অক্ষয় রওনা দিয়েছেন লন্ডনে। এর কারণ, তিনি চান না তার কারণে প্রযোজকের লোকসান হোক। পুরো ইউনিট সেখানে সব আয়োজন করে বসে আছে। তাই নিজের শোক ভুলে পেশাগত দায়িত্ব পালনে ছুটে গেলেন আক্কি।

অক্ষয়ের মানবিকতার গল্পটা এখানেই শেষ নয়। গত ৮ সেপ্টেম্বর মারা গিয়েছিলেন বলিউডের খ্যাতিমান নির্মাতা আনন্দ এল রাইয়ের মা-ও। অক্ষয় নিজের মায়ের শেষকৃত্য শেষ করে ছুটে গিয়েছিলেন আনন্দের কাছেও। গিয়ে সমবেদনা জানিয়েছেন, অংশ নিয়েছেন শেষকৃত্যে।

বিনোদন দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে; তা হলো- ‘শো মাস্ট গো অন’। এই কথাটাই যেন আরেকবার প্রমাণ করে দিলেন অক্ষয় কুমার। তার এই দায়িত্ববোধ দেখে সকলেই প্রশংসা করছেন, বাহবা দিচ্ছেন।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.