





ঢাকার চলচ্চিত্রের একসময়ের দাপুটে অভিনেত্রী শাবনূর। দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে।






মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সেখানেই ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস






করছেন। অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা






পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন আগের মতোই। শাবনূরও ভক্তদের সেই ভালোবাসা বহু দূরের






দেশে বসেও অনুভব করতে পারেন। আর তাই ভক্তদের আরও কাছাকাছি থাকতে ইউটিউব চ্যানেল চালু করলেন তিনি।






ভক্তদের জন্য সুখবর, সরাসরি দেখা দেবেন শাবনূর
এবার জানালেন, সেই ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখা দেবেন নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রী। ভক্তদের সঙ্গে আড্ডায় বলবেন অনেক কথা। আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় সিডনি থেকে লাইভে হাজির হবেন তিনি।
শাবনূর বলেন, অনেকেই আমাকে লাইভে আসতে বলেন। কিন্তু সেটা করা হয়নি। এবার সেটাই করবো। আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় আসছি।
এর আগে ১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউবের ভিডিওতে শাবনূর বলেন, বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।
ভক্তদের জন্য সুখবর, সরাসরি দেখা দেবেন শাবনূর
সেই সঙ্গে ভক্তদের কাছে তার ছোট্ট টিমেরও পরিচয় করিয়ে দেন। সেই টিমে আছে তিনজন সদস্য। তাদের একজন শাবনূরের ছেলে আইজান। বাকি দুজনের নাম ইহান ও ইনাইয়া।
উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নন্দিত এই অভিনেত্রীকে।