Home / মিডিয়া নিউজ / সুখবর দিলেন শাবনূর, আসবেন লাইভেও

সুখবর দিলেন শাবনূর, আসবেন লাইভেও

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। নিজের অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন ভক্তদের। ক্যারিয়ারের

আকাশচুম্বী জনপ্রিয়তার পরপরই বিদেশে চলে যান এ অভিনেত্রী। ভক্তদের থেকেও হয়ে যান বিচ্ছিন্ন।

তবে এবার সেই দূরত্ব ঘোচাতে চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল।আর নিজের ইউটিউব থেকে লাইভে আসবেন আগামী (২৪ সেপ্টেম্বর) এ সুখবরটি জানিয়েছেন শাবনূর নিজেই।

আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩টায় সিডনি থেকে এই লাইভে আসবেন শাবনূর।

এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘অনেকেই আমাকে লাইভে আসতে বলেন। কিন্তু সেটা করা হয়নি। এবার তাহলে সেটাই করবো। আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় আসছি।’

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পায় শাবনূর অভিনীত সবশেষ সিনেমা ‘পাগল মানুষ’। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে। তবে অস্ট্রেলিয়া জীবনের বিভিন্ন মুহূর্ত ধারণ করে ইউটিউবে প্রকাশ করবেন বলে কিছুদিন আগে জানিয়েছেন তিনি। পাশাপাশি কিছু মজার ও রুচিশীল কনটেন্টও উপহার দিতে চান।

শুধু ইউটিউবেই নয়, এখন নিয়মিত থেকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও পাওয়া যাবে শাবনূরকে।

শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগল মানুষ’। এটি মুক্তি পায় ২০১৫ সালে।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.