





গানের জগতের সুপারস্টার নেহা কক্কর। আর ইউটিউব তারকা লিলি সিং। দু’জনের ভিন্ন জগত হলেও






বন্ধুত্ব বেশ। তরল পানীয় মুখে নিয়ে ‘নেশাগ্রস্ত’ হয়ে লুটিয়ে পড়লেন দু’জনেই। সম্প্রতি সামাজিক






মাধ্যম ইনস্টাগ্রামে এমন একটি ভিডিও শেয়ার করেছেন নেহা কক্কর। সেখানে দু’জন প্রতিযোগীতা






করে পানীয় পান করতে দেখা যাচ্ছে। তবে তাদের সেই পানীয় কোনো নেশাদ্রব্য নয়। কোমল পানীয়






কোকো কোলা খেলেই লুটিয়ে পড়েন ঘরের মেঝেতে। ভিডিওটিতে শিল্পী নেহা ও ইউটিউবার লিলি বেশ মজা করেছেন, যা দেখে মুখে হাসি এলো ভক্তকুলে।
মজার ভিডিওতে দেখানো হয়েছে, নেহা ও লিলি শুরুতে অ্যালকোহল খেয়েও তুঙ্গে পৌঁছাতে পারছেন না। কিন্তু কোমল পানীয় কোকাকোলা খেয়ে তাঁরা ‘নেশাগ্রস্ত’ হয়ে গেছেন। আর হাসতে হাসতে দুই তারকা পড়েছেন মেঝের ওপর। ভিডিওটি শেয়ার করে নেহা কক্কর ক্যাপশনে জানিয়ে দিয়েছেন, অ্যাককোহল নয়, কোকাকোলাই পারে তুঙ্গে পৌঁছাতে। এই মজার ভিডিওটি আসলে নেহার সাম্প্রতিক গান ‘কোকা কোলা তু’র প্রচারের জন্য প্রকাশ করা হয়েছে।