





যেসব নারী সাপ, তেলাপোকা, ইঁদুরে বেশ ভয় পায় তাদের জবাব দিলেন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা






লিজা। একেবার বিশাল এক অজগর সাপকে কাঁধে নিয়ে আনন্দে আত্মহারা হয়েছেন তিনি।সম্প্রতি






তিনি থাইল্যান্ড পাতায়ায় গিয়েছিলেন ভ্রমণে। আর সেখানে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে ঘুরতে গিয়ে সাপের






সঙ্গে খেলা করলেন তিনি। সেখানে তোলা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে।






ছবিতে দেখা গেছে, একটি দুর্লভ প্রজাতির অজগরকে ফুলের মালার মতো গলায় জড়িয়ে নিয়েছেন লিজা। তার চোখে মুখে ভয়ের কোনো চিহ্নই নেই। উল্টো সাপটির দিকে তাকিয়ে হাসছেন।
এ প্রসঙ্গে লিজা বলেন, গত ২৫ ফেব্রুয়ারি গিয়েছিলাম পাতায়ায়। থাইল্যান্ড আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড দারুণ একটি স্থান। সেখানে অ্যাকুরিয়ামের একটা জায়গায় বিশাল অজগর রাখা ছিল। সাপটি দেখতে সুন্দর লাগছিল। পরে সাহস নিয়ে তা কাঁধে নিয়ে কিছু ছবি তুলি। প্রথমে একটু ভয় লাগলেও, পরে ভালোই লাগছিল। দারুণ একটা মুহূর্ত ছিল সেটি। সাপ, তেলাপোকা, ইঁদুরে ভয় নেই বলে জানান লিজা। তবে কুকুর প্রচণ্ড ভয় পান তিনি। সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘প্রাণ জুড়ে’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি। জাহিদ আকবরের কথায় গানটির সুর ও সংগীতে রয়েছেন আরফিন রুমি।