





বক্স অফিসে একটার পর একটা সিনেমা ব্যর্থ হওয়ার পর নেটফ্লিক্স ধারাবাহিক ‘স্যাকরেড গেমস’






দিয়ে নতুন করে ক্যারিয়ার শুরু করেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। এই ছবিতে সরতাজ সিং






নামে এক শিখ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন। ব্যাপক জনপ্রিয়তা পায় ছবিটি। এখন তিনি






মুম্বাইয়ে এই শোর দ্বিতীয় মৌসুমের শুটিং শুরু করছেন।গত সপ্তাহে শুটিং সেটে হাজির হয় সাইফ






আলির দুই বছরের ছেলে তৈমুর আলি খান। মজার ব্যাপার হলো, বাবার ব্যান্ডেজ করা হাত দেখে একটুও অবাক হয়নি ‘ছোটে নবাব’।একটি সাময়িকীকে সাইফ আলি খান বলেছেন, ‘এটা ওকে বিরক্ত করে না। যখন আমি নাগা সাধুর ভূমিকায় অভিনয় করি, তখনো সেটে গিয়েছিল তৈমুর। আমি জটাধারী ছিলাম, বড় দাড়িও ছিল। কিন্তু কিছুই মনে হয়নি ওর।’
নবদীপ সিংয়ের ক্রাইম থ্রিলার ‘হান্টার’-এ নাগা সাধুর ভূমিকায় অভিনয় করেছিলেন সাইফ আলি খান। এ ছবির জন্য সাইফকে চেহারায় বেশ পরিবর্তন আনতে হয়েছিল।তবে মা কারিনা কাপুর খানকে যখন ভিন্নরূপে দেখা যায়, সেটা সহ্য করতে পারে না তৈমুর!‘আমার মনে হয়, সে ওর মাকে মেকআপ করা অবস্থায় দেখতে চায় না। কিন্তু আমার ক্ষেত্রে ওর কিছুই যায় আসে না’, বলেন সাইফ।সম্প্রতি নিজের রেডিও শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এ কারিনা কাপুর বলেন, ছেলে তৈমুরকে নিয়ে বেশ মগ্ন থাকেন সাইফ। এমনকি শুটিং থাকলেও তা বাতিল করে দেন মাঝেমাঝে।
“আমি ওকে (সাইফ) বাইরে বেরোতে বলি, কিন্তু ও বলে, ‘না না, শুট বাতিল করে দাও। তৈমুরকে ছেড়ে আমি যেতে পারব না।’ আমি বলি, ‘তোমাকে যেতে হবে। তোমাকে কাজে যেতেই হবে!’”, বলেন কারিনা।তৈমুর আলি খান নেট-দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়। কিছুদিন আগে সারা আলি খান বলেছিলেন, ‘খবরের শিরোনাম হতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, আর তৈমুর বাইরে বেরোলেই খবরের শিরোনাম।’ সূত্র : ইন্ডিয়া টুডে