





ঢাকাই সিনেমা’র জনপ্রিয় অ’ভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। ফিল্ম ক্যারিয়ারে দুই যুগ পার






করেছেন। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। পর্দায় গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে






অ’ভিনয় করতে হয়েছে তাকে। এবার তিনি সেজেছেন চুড়ি-লেইসফিতা বিক্রেতা।






মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙন’ সিনেমায় তাকে এই চরিত্রে দেখা যাবে।২০২০-২১ অর্থ বছরে সিনেমাটি সরকারি অনুদান পায়।একটি রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।
সম্প্রতি ‘ভাঙন’ সিনেমা’র শুটিং শুরু হয়েছে। গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর শুটিংয়ে অংশ নেন মৌসুমী। আগামী ৬ অক্টোবর থেকে এফডিসিতে এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানান নির্মাতা। মৌসুমী ছাড়াও এই সিনেমায় আরো আছেন ফজলুর রহমান বাবু, প্রা’ণ রায়, মির্জা আফরীন, খলিলুর রহমান কাদেরীসহ অনেকে।
আরো পড়ুনঃ বিদেশি চাকরি ছেড়ে গরুর খামারি, বছরে আয় ৪৪ কোটি
আরো পড়ুনঃ মা তোমার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান প্রার্থনা করছিঃ দীঘি
এ ছাড়াও মৌসুমী যু’ক্ত হয়েছেন ‘দেশান্তর’ নামের আরেকটি সিনেমায়।এটিও সরকারি অনুদানের সিনেমা।এটি পরিচালনা করছেন আশুতোষ সুজন।