





ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে গুনতে হলো এবার জরিমানা। নিজের গাড়ির চাকায়






ফুটবল নষ্ট করার দায়ে জরিমানা গুনেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চলচ্চিত্র প্রযোজক






ইকবাল হোসেনের ছেলে সুনানকে এ জরিমানা দিয়েছেন তিনি। ক্ষতিপূরণ দিয়েছেন শাকিব ঠিকই
তবে বাস্তবে নয় বরং মাষ্টার মেকার মালেক আফসারীর নতুন চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ ছবিতে এমন এক দৃশ্য দেখা যাবে।
সুনানের অভিনয় প্রসঙ্গে পরিচালক মালেক আফসারী বলেন, প্রযোজক ইকবাল সাহেবের ছেলে সুনান। সে সুপারস্টারের সঙ্গে সাহসের সঙ্গে অভিনয় করেছে। একটুও নার্ভাস ছিল না। দোয়া রইলো বাপ।
‘পাসওয়ার্ড’ আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে। এস.কে ফিল্মস ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি শাকিব খানের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন মো. ইকবাল হোসেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, বুবলী, ইমন, অমিত হাসান, মিশা সওদাগর, ডনসহ অনেকে।