





তিনি যেন ফিরে গেলেন ৫০-এর দশকে। ধড়ক, গুঞ্জন সাক্সেনা-র পর এই মুহূর্তে শুটিং না করলেও,






নিজের ফ্যাশনিস্তা ইমেজ দিয়ে মন কাড়লেন দর্শকদের। জাহ্নবী কাপুরের ৫০র দশকের ইমেজ যখন ভক্তদের চোখে পড়ল, তখন তা ভাইরাল হয়ে যায় হু হু করে।






সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। যেখানে কখনো নীল রঙের শাড়িতে আবার কখনো টানা টানা কাজল ভরা চোখের মায়াতে কুপোকাত হয়ে যান নেট জনতা। ৫০-এর দশকের সাজে কেমন লাগছে জাহ্নবীকে, তা প্রকাশ্যেই কমেন্ট করে জানাতে শুরু করেন ভক্তরা।
জাহ্নবী
শ্রীদেবী-কন্যা যে বলিউডের অন্যতম ফ্যাশনিস্তা হয়ে উঠছেন, তা প্রায় স্পষ্ট করে দেন অভিনেত্রী। জাহ্নবীর ছবি দেখে আথিয়া শেঠি থেকে শুরু করে পাকিস্তানি অভিনেত্রী সজয় আলি, প্রত্যেকে ভালো লাগা প্রকাশ করেন।
এদিকে, গুঞ্জন সাক্সেনার পর জাহ্নবী এই মুহূর্তে কোন শ্যুটিং নিয়ে ব্যস্ত, সে বিষয়ে কিছু জানা যায়নি।