





পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিদি স্মিতা চট্টোপাধ্যায়। যার কারণে






খুশির হাওয়া বইছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পরিবারে। বৃহস্পতিবার নবজাতকের জন্ম দেন স্মিতা চট্টোপাধ্যায়।
পাঁচ বছর আগে অভিনেতা সুজয় ঘোষের সঙ্গে বিয়ে হয় স্মিতার। ‘মজনু’, ‘১০০% লাভ’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন সুজয়।
এদিকে নবজাতকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রাবন্তী। সেখানে লিখেছেন, ‘পুত্র সন্তান। তোমার জন্য খুবই আনন্দিত দিদি। তোমাকে ভালোবাসি।’
পোস্টের পরেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে শ্রাবন্তীর ইনস্টাগ্রাম কমেন্টস বক্স।