





জুয়াড়িরা যোগাযোগ করেছিল বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে। সেই তথ্য গো’পন






রেখেছিলেন তিনি। তাই আইসিসির শা’স্তি নেমে এলো তথ্য গো’পন করার অ’ভিযোগে। আগামী ২০২০






সালের ২৯ অক্টোবর পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো খেলায় অংশ নিতে পারবেন না সাকিব। এই দুঃসংবাদ ক’ষ্ট দিচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীদের।
সাকিব নিষিদ্ধ হওয়ায় তাকে সমবেদনা জানিয়ে তার পাশে দাঁড়াচ্ছেন তার সম’র্থকরা। পাশে আছেন নানা অঙ্গনের তারকারাও। বুধবার (৩০ অক্টোবর) দেশের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী এক ভিডিও বার্তায় সাকিবকে তার সম’র্থন জানালেন।ভিডিও বার্তায় মৌসুমী বলেন, ‘একটা পদ্মা সেতু তৈরি করা যতটা সহ’জ, একজন সাকিব আল হাসান তৈরি করা ততটাই অসম্ভব। হাজার হাজার বছর অ’পেক্ষা করলেও এমন একজন প্লেয়ার তৈরি করা সম্ভব না। আমাদের মাঝে সেই সাকিবকে পেয়েছি। সাকিব আল হাসান আমাদের অহংকার, আমাদের দেশরত্ন। আমাদের দেশের অহংকার, আমাদের দেশের সম্পদ। সেই সাকিব ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে, একজন ভক্ত হিসেবে আমি এই ক’ষ্টটা মেনে নিতে পারছি না বলেই এই প্রতিবাদ জানাচ্ছি।’
সব প্রতিকূলতা কাটিয়ে আবারও সাকিবকে ফিরে আসার আহ্বান জানিয়ে মৌসুমী বলেন, ‘সাকিব আল হাসান ফিরে আসো আমাদের মাঝে। সাকিব, কেউ না থাকুক আমি তোমা’র সাথে আছি। আমি চাই তোমাকে নিয়ে আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তুমি আমাদের প্রধানমন্ত্রীর অহংকার। প্রধানমন্ত্রী তোমা’র সাথে রয়েছে। পুরো দেশবাসী তোমা’র সাথে রয়েছে। তার সবকিছু বিবেচনা করা হোক এবং আমাদের মাঝে আমাদের সাকিবকে ফেরত দেয়া হোক।’
মৌসুমী আরও বলেন, ‘আমাদের ক্রিকেট’কে যারা সমৃদ্ধশালী দেখতে চান, তারা সবাই সাকিব আল হাসানের পাশে থাকুন। এই ষ ড়য ন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে একসঙ্গে কাজ করছেন মৌসুমী ও সাকিব আল হাসান।