





পরীমণি নামেই যার মুগ্ধতা। বাংলা চলচ্চিত্রের সুশ্রী মুখের নায়িকাদের নাম নিলেই প্রথমেই আসে পরীমনি।






বর্তমানে চলচ্চিত্র বা অন্য কোনো কিছুতে সরব না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব






এই অভিনেত্রী। ভক্তদের উদ্দেশে তিনি প্রতিনিয়ত আপডেট রাখেন তার প্রোফাইল।






শনিবার (০৭ সেপ্টেম্বর) নিজের প্রোফাইলে একটি ছই শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন ‘আমি কি কাউকে গালি দিয়েছি!’ মূলত আলোচিত এই বাক্যটি সবাই চিনে থাকবেন। বিতর্কিত বক্তা তাহেরি তার ওয়াজে এই বাক্যটি বলেছিলেন। এরপর থেকেই এটা সব জায়গায় ভাইরাল। অনেকেই এই নিয়ে টিকটক বা নানা রকম ভিডিও করে মজা করেছেন।
সেই তালিকায় যুক্ত হলেন পরীমণি নিজেও। নিজের দুরন্তপনা ও উচ্ছসিত কর্মকাণ্ড করেই প্রায়ই ভাইরাল হন তিনি। তার ভক্তরাও তাকে এভাবে দেখে আনন্দ পান।