





ফের চমক দিতে প্রস্তুত বলিউডের এই মুহূর্তের অন্যতম সেরা অভিনেত্রী আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায়






‘মা’ফিয়া কুই’ন’ গাঙ্গুবাই কা’থিয়াওয়াড়ির চরিত্রে নিজের ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করেছেন






অভিনেত্রী।মুম্বাইয়ের মাফিয়া ডন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। প্রথমদিকে






দে’হ ব্যবসা হিসেবে কাজ করা গাঙ্গুবাই শেষ পর্যন্ত মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন হয়েছিলেন। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি আসলে লেখক হু’সেন জাইদির বই ‘মা’ফিয়া কুইন্স অফ মুম্বাই’য়ের একটি অংশের উপর ভি’ত্তি করে নি’র্মিত বলেই শোনা যাচ্ছে।
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির ফা’র্স্ট লুক পোস্টারে আলিয়া ভাটকে সম্পূর্ণ ভিন্ন সাজে দেখা যাচ্ছে। ‘শক্তি! ক্ষ’মতা! ভ’য়! এক চেহারা, হাজারো আবেগ। গা’ঙ্গু’বাই কাথিয়াওয়াড়ির ফার্স্ট লুক উপস্থাপিত হল। আ’লিয়া নয়া অনস্ক্রিন অবতারের পরিচয় করিয়ে দিতে গিয়ে লিখেছেন: ‘এই হলেন তিনি, গা’ঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।’গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির ফার্স্ট লুকের পোস্টারে গাঙ্গুবা’ইয়ের অল্প বয়সের ছবিই দেখা যাচ্ছে। এই পোস্টারে আলিয়ার বসার ভঙ্গি, এবং আনুষঙ্গিক সবই স্পষ্ট করে দিচ্ছে যেন তার চরিত্রটি। আলিয়ার পাশেই একটি ব’ন্দুক রয়েছে। বাঁ গালে একটি তিল, আর চুল ফিতে দিয়ে বাঁধা। আলিয়া ওরফে গাঙ্গুবাই মানেই ব্য’বসা, মানেই মাফিয়া রানী।
দ্বিতীয় পোস্টারে আলিয়া ভাটের চোখই সব কথা বলে দিচ্ছে। এই ছবিতে গা’ঙ্গুবাইয়ের আরও প’রিপক্ব ব্যক্তি’ত্বই ফুটিয়ে তুলছেন আলিয়া। মা’থায় বড় লাল টিপ যেন মুম্বাইয়ের আ’ন্ডারও’য়ার্ল্ডে তাঁর বেড়ে ওঠারই প্রতীকী। সিনেমায় আলিয়া ভাটের সহ অভি’নেতার ভূমিকায় দেখা যাবে অজয় দেব’গনকে।
অজয় এই সিনেমায় একজন মস্তানের চরিত্রে অভিনয় করেছেন এবং আ’লিয়াকে ব্যবসার কৌশল শেখাতে শেখাতে গাঙ্গুবাইয়ের প্রে’মে পড়ে যান অবশেষে। পরিচালক সঞ্জয় লীলা ভনসালির সঙ্গে আলিয়া ভাটের প্রথম সি’নেমা হতে চলেছে গাঙ্গুবাই কাথি’য়াওয়াড়ি। চলতি বছরের ১১ সেপ্টেম্বর সিনে’মাটি মুক্তি পাবে।