





ইলিয়াস কোবরা। ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের পরিচিত খল-অ’ভিনেতা তিনি। এখনো তার অ’ভিনীত






সিনেমাগুলো দেখেন অনেক ভক্তই। তিনি মা’র্শাল আর্ট-নির্ভর সিনেমায় খল চরিত্রে অ’ভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।






১৯৮৭ সালে সোহেল রানা পরিচালিত ‘মা’রুক শাহ’ চলচ্চিত্রে অ’ভিনয়ের মাধ্যমে তার আত্মপ্রকাশ।






এরপর প্রায় সাড়ে পাঁচ শ চলচ্চিত্রে অ’ভিনয় করেন তিনি।তবে এখন আর চলচ্চিত্রে তেমন ডাক






পান না ইলিয়াস কোবরা। আর ডাক পেলেও পছন্দ না হওয়ায় সে কাজগুলো করেন না।






যার কারণে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। এসব সংকটের কারণে বাধ্য হয়ে কৃষি কাজে মনোনিবেশ করেছেন ইলিয়াস কোবরা। টেকনাফের বাহারছড়ায় গ্রামের বাড়িতে বাগান পরিচর্যাসহ বিভিন্ন কৃষি কাজ করে সময় কা’টাচ্ছেন এ খল-অ’ভিনেতা।
কৃষি কাজে যু’ক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে ইলিয়াস কোবরা বলেন, কয়েক বছর ধরে সিনেমা নির্মাণ কমে গেছে। সিনেমা না থাকায় এরইমধ্যে অনেক সিনেমা হলও বন্ধ হয়ে গেছে। এখন তো সিনেমাই নির্মাণ হচ্ছে না। কাজ কমে যাওয়ায় সিনেমা’র জন্য এখন খুব বেশি ডাক আসে না।
তার মধ্যে করো’নার কারণে পুরো একবছর সিনেমা’র কাজ নেই। তাই অনেকটা বাধ্য হয়ে বাহারছড়ায় পেপের বাগান পরিচর্যা করছি। বলতে পারেন কৃষি কাজ করছি।অ’ভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা জানিয়ে ইলিয়াস কোবরা বলেন, সিনেমা’র পরিবেশ স্বাভাবিক হলে এবং আমি যেমন কাজে অভ্যস্ত সে ধরণের কাজের প্রস্তাব পেলে কাজে ফিরব।