Home / মিডিয়া নিউজ / টাইগারের মত আর কেউ করতে পারে না, খোলামেলা উত্তর দিশা পাটানির

টাইগারের মত আর কেউ করতে পারে না, খোলামেলা উত্তর দিশা পাটানির

টাইগার শ্রফ এবং দিশা পাটানি। তাদের মধ্যে বর্তমানে বন্ধুত্ব ছাড়া আর কোন সম্পর্ক নেই বলেই দাবি

করেন তারা। তবে একটা সময় গভীর সম্পর্কে ডুবে ছিলেন এই কাপল। দিশা বরাবরই টাইগারকে

‘খুব কাছের বন্ধু’ বলেই পরিচিত দিয়ে এসেছেন। কিন্তু কোনো দিনই প্রেমের কথা স্বীকার করেননি।

এখন টাইগারের সঙ্গে দিশার কোনো সম্পর্ক নেই। তবে দিশা জানালেন, টাইগারের প্রতি তার মুগ্ধতা

এখনো কাটে নি। এমনকি জ্যাকি চ্যানের পর দিশার পছন্দের একশন হিরো হলেন টাইগার শ্রফ।জ্যাকির সঙ্গে ‘কুংফু ইয়োগা’ ছবিতে কাজ করেন দিশা। সেই অ’ভিজ্ঞতাকে ‘সুখকর’ বলে জানান তিনি।

বলিউডের পছন্দের অ্যাকশন হিরো কে- জানতে চাইলে তিনি বলেন, বলিউডে আমা’র পছন্দের অ্যাকশন হিরো হলো টাইগার শ্রফ। ও যা করে, তা আর কেউ করতে পারবে না।

টাইগারের সঙ্গে ‘বাগি ২’ সিনেমায় অ’ভিনয় করেছেন দিশা। সামনে দেখা যাব’’ে ‘মালঙ’-এ। আরো অ’ভিনয় করেছেন আদিত্য রায় কাপুর ও অনিল কাপুর।

শুধু নতুন ঘরই নয়, কুমিল্লায় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য হলো পশু কোরবানি। কোথাও গরু, কোথাও খাসি। বুধবার (২১ জুলাই) সকালে কোরবানির পালা শেষে দুপুরে মাংস-পোলাও খেয়ে সত্যিকার অর্থেই ঈদের আনন্দে ভাসলো আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া মানুষগু’’লো।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ১৭টি উপজেলায় ৫০৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) ও বুধবার (২১ জুলাই) জেলা প্রশাসক মোহাম্ম’দ কামর’’ুল হাসানের তত্ত্বাবধানে উপজেলাগু’’লোতে এই উপহার দেয়া হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মক’র্তা ফৌজিয়া সিদ্দিকা জানান, ব্রাহ্মণপাড়ার আশ্রয়ণ প্রকল্পের ১৭টি পরিবারের জন্য ২টি খাসি কোরবানি করা হয়। জেলা প্রশাসক ৩ টায় আশ্রয়ন প্রকল্পে এসে সুবিধাভোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাদের সার্’’বিক খোঁজ’খবর নেন।

আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মক’র্তা জাকিয়া আফরিন জানান, সদরের ১৯টি পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে ২টি খাসি কোরবানি দেয়া হয়। পরে সেখানে পোলাও রান্না করা হয়। জেলা প্রশাসক নিজে এসে সুবিধাভোগীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সুবিধাভোগীদের একজন আয়েশা বেগম। ঈদে কোরবানির পর মাংস-পোলাও খেয়ে আনন্দিত আয়েশা বেগম বলেন, প্রধানমন্ত্রী ঘর দিছে। ঈদের সময় চাল, ডাল আর তেল দিছে। আজ খাসিও কোরবানি দিলো। আল্লাহ প্রধানমন্ত্রীরে বাঁচিয়ে রাখুক।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্ম’দ কামর’’ুল হাসান বলেন, জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া আর মেঘনা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে জেলা প্রশাসনের উদ্যাগে ৬টি খাসি কোরবানি দেয়া হয়।

আমি নিজে উপস্থিত থেকে সুবিধাভোগীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছি। এছাড়াও অন্যান্য উপজেলাগু’’লোতে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মক’র্তারা সমন্বয় করে আশ্রয়ন প্রকল্পে কোরবানির ব্যবস্থা করেছেন।

আমি নিজে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ২০ কেজি মি’’ষ্টিও বিতরণ করেছি।তিনি আরও জানান, ঈদের আগেই চাল, ডাল, চিনি, লবণ, সেমাই, তেল, দুধ,

মসলাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কৃতজ্ঞতা ও সন্তু’’ষ্টি প্রকাশ করেছে পরিবারগু’’লো।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.