Home / বাংলা নিউজ / তাহসান জিমে নিয়মিত নন বলে বকা দেন নোবেল!

তাহসান জিমে নিয়মিত নন বলে বকা দেন নোবেল!

মডেলদেরও মডেল আদিল হজোসেন নোবেল। গতকাল এই জনপ্রিয় মডেলকে নিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। উভয়ের জিমের একটি। দুজনকে একই ফ্রেমে দেখে নেটিজেনরা অনেকটাই অবক হয়েছেন।

তবে বেশি অবাক হয়েছেন ৫৩ বছর বয়সী নোবেলের ফিটনেস দেখে। যেনো ৩০ বছরে যুবক তিনি। হুট করে নোবেলের সঙ্গে তাহসানের ছবি কেনো? জেগেছে কৌতুহল। অনেকেই বলছেন এটা কোনো বিজ্ঞাপনের ছবি। বিষয়টি নিয়ে যোগাযোগ করতেই তাহসান সকল কৌতুহল উড়িয়ে দিলেন।

বললেন, এটা কোনো বিজ্ঞাপনের ছবি না। আমরা একই জায়গায় জিম করি। ‘নোবেল ভাই আমাকে বকা দেন। কারণ তিনি নিয়মিত জিম করেন। আমার মাঝে মিস হয়ে যায়। এজন্য কাল ( শনিবার) নোবেল ভাইয়া আমাকে বকা দিয়ে বললেন, ছবি তোলো। ছবি তুললাম, তারপর বললেন পোস্ট করো। বকা খেয়েই ছবিটা পোস্ট করলাম।’

তাহসানের সঙ্গে নোবেলের বেশ ভালো সখ্য। তাহসানকে পছন্দও করেন। একই জিমে দুজনেই যান। তাহসানের গ্যাপ হলেও নোবেলের হয় না। যার ফলে নিয়মিত জিমে যাওয়ার চাপ দেন নোবেল।

About Reporter Zara

Check Also

মা হচ্ছেন কোয়েল মল্লিক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক প্রথমবার মা হতে চলেছেন। আজ শনিবার কোয়েলের সপ্তম বিবাহবার্ষিকী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.