





এই ঈদে দুই বাংলায় একসঙ্গে মুক্তি দেওয়ার কথা ছিলো বিদ্যা সিনহা মিম অভীনিত নতুন ছবি সুলতান।






কলকাতার জিতের সঙ্গে ছবিটিতে এই প্রথম জুটি বেঁধেছেন মিম। এর পরিচালক রাজা চন্দ।প্রচারণার






কৌশল হিসেবে গানও প্রকাশ পেয়েছে। কিন্তু হুট করে বাংলাদেশে ‘সুলতান’ মুক্তি পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।






কিছুদিন আগে পহেলা বৈশাখ, ঈদ, পূজাসহ যেকোনো উৎসবে যৌথ প্রযোজনা কিংবা আমদানি করা কোনো ছবি মুক্তি দেওয়া যাবে না সংক্রান্ত এক আদেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
এরপর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ছবিটির প্রচার-প্রচারণা স্থগিত করে। তবে কলকাতায় জোর প্রচারণা চলছে বলে জানান মিম।
তিনি বলেন, ‘জানি না শেষ পর্যন্ত কী হবে! ঈদে বাংলাদেশে ছবিটি মুক্তি পেলে ভালো লাগত। তবে ঈদে কলকাতায় যে ছবিটি মুক্তি পাচ্ছে সেটা নিয়ে সন্দেহ নেই। আমি প্রচারণায় অংশ নিতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, কলকাতার দর্শক জিতের সঙ্গে আমার উপস্থিতি দারুণ উপভোগ করবে।’