





রুপালী পর্দায় নিজেই ‘বডিগার্ড’-এর চরিত্রে অভিনয় করেছেন। সেখানে নায়িকা করিনা কাপুরের






দেখভালও করেছেন রীতিমতো দক্ষ দেহরক্ষীর মতোই। বাস্তব জীবনেও নিজের সুরক্ষার ব্যপারে প্রচণ্ড






খুঁতখুঁতে বজরঙ্গী ভাইজান। ফ্যানদের হাত থেকে নিষ্কৃতি পাওয়াই হোক, বা পাপারাৎজির খপ্পর থেকে নিস্তার পাওয়া— সবেতেই প্রিয় বডিগার্ডের উপরেই নির্ভর করেন টিউবলাইট তারকা।






তবে দেহরক্ষীর সংখ্যা একাধিক হলেও বডিগার্ড শেরাই সালমানের বেশি পছন্দ। নিজের যে কোনও প্রয়োজনে শেরাই হন ভাইজানের ভরসাস্থল। শেরা নামটিও সালমানেরই দেওয়া। নায়কের ২০ বছরের পুরনো এই দেহরক্ষীর আসল নাম গুরমিৎ সিং জলি।
তবে নায়কের সৌজন্যে সকলের কাছেই তিনি এখন শেরা নামেই পরিচিত। আর শেরাকে ৩০ বছর আগে একটি ওয়াদা দিয়েছিলেন সালমান খান। এবার সেই ওয়াদা পালন করতে যাচ্ছেন বজরঙ্গি ভাইজান।তিন দশক আগে দেহরক্ষী গুরমিত সিং জলি ওরফে শেরার কাছে কী ওয়াদা করেছিলেন সালমান? জানা গেছে, শেরার ছেলেকে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সল্লু।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শেরার ছেলে টাইগারের জন্মের সময় একটি ওয়াদা করেছিলেন সালমান। টাইগারকে কোলে নিয়ে তিনি বলেছিলেন, ‘ও নায়ক হবে। আমি ওকে নায়ক বানাবো।’
সালমান খানের সঙ্গে শেরার ছেলে টাইগারটাইগার এখন টগবগে তরুণ। তাই সালমানের সেই ওয়াদা পূরণের সময় এসেছে।
‘লাভরাত্রি’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হচ্ছে সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুশ শর্মার। এই ছবি মুক্তির পরই শেরাপুত্র টাইগারকে বলিউডে আনবেন সালমান।